Advertisement
Advertisement

Breaking News

Ukraine Russia War

দেশ বাঁচানোর লড়াই, খালি হাতেই রুশ ট্যাঙ্ক আটকানোর চেষ্টা ইউক্রেনের যুবকের, ভাইরাল ভিডিও

ঘটনাটি ইউক্রেনের ছোট শহর বাখম্যাকের।

Ukrainian civilians use their bodies to stop Russian tanks | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 27, 2022 3:32 pm
  • Updated:February 27, 2022 5:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia-Ukraine War) অন্য ইতিহাস লিখেছেন ইউক্রেনের এক সৈনিক। রুশ বাহিনীর শহর দখল আটকাতে নিজের শরীরে বোমা বেঁধে শহর সংযোগকারী ব্রিজ উড়িয়ে দেন তিনি। ভাইটালি সাকুন ভলোডমায়রোভিচ নামের ওই শহিদ সৈনিকের দেশপ্রেমকে কুর্নিশ জানিয়েছে গোটা বিশ্ব। কেবল ইউক্রেনের সৈনিকরাই নন। সেখানকার সাধারণ মানুষও খালি হতে রুশ বাহিনীকে রুখতে নেমে পড়ছেন বহু শহরে। বাখম্যাক শহরে দেখা গেল তেমনই এক দৃশ্য। চলমান রুশ ট্যাঙ্কের উপর লাফিয়ে উঠে পড়লেন এক ব্যক্তি। তাঁকে তোয়াক্কা না করেই এগিয়ে যাওয়ার চেষ্টা করল রুশ ট্যাঙ্ক।

এতদিনে স্পষ্ট রুশ-ইউক্রেন যুদ্ধ আদতে অসম যুদ্ধ। রাশিয়ার মতো প্রবল প্রতিপক্ষকে ঠেকানোর ক্ষমতা নেই ইউক্রেনের। কিন্ত মাতৃভূমির প্রতি ভালবাসা তো তাই বলে মিথ্যে হতে পারে না! বারবার সেকথাই প্রমাণ করছেন ইউক্রেনের সেনা কর্মী থেকে সাধারণ ইউক্রেনীয়। এর আগেও রুশ ট্যাঙ্কের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়া ইউক্রেনবাসীর কথা জানা গিয়েছিল। তেমন ঘটনা আবার ঘটল। গোটা বিশ্বে ভাইরাল হল সেই ভিডিও।

Advertisement

[আরও পড়ুন: রাশিয়ার উপর আরও চাপ, আন্তর্জাতিক লেনদেন নিয়ে কড়া পদক্ষেপ আমেরিকার]

ঘটনাটি ঘটেছে চেরনিহিভ অঞ্চলের ছোট শহর বাখম্যাকে। ভিডিও দেখা গিয়েছে, রুশ বাহিনীর ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছেন বেশ কয়েকজন শহরবাসী। আমাদের দেশ দখল করতে হলে আমাদের শরীরের উপর দিয়ে যেতে হবে তোমাদের, এমন ভঙ্গিতেই রুশ বাহিনীর সামনে খালি হাতে প্রতিরোধ গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালাল সাধারণ মানুষ। যদিও এই প্রতিরোধকে বিন্দুমাত্র পাত্তা দেয়নি রুশ সৈনিকরা। এক ব্যক্তি যখন লাফিয়ে একটি ট্যাঙ্কের উপর উঠে পড়েন, তখন ওই অবস্থাতেই এগিয়ে যেতে দেখা যায় ট্যাঙ্কটিকে। এরপর ট্যাঙ্ক থেকে নেমে রাস্তায় হাঁটু মুড়ে বসে পড়েন ওই ব্যক্তি।

Advertisement

[আরও পড়ুন: রুশ আক্রমণে ভেঙে পড়েছে নিজের বাড়ি, লাইভ শোয়ে কেঁদে ফেললেন সাংবাদিক]

গত পরশু প্রায় একইভাবে রুশ সেনার সাঁজোয়া গাড়ির অগ্রগমন রুখতে চেষ্টা করছিলেন ইউক্রেনের এক সাধারণ অধিবাসী। যদিও তাঁকে পাশ কাটিয়ে এগিয়ে গিয়েছিল রাশিয়ার সেনা। সাধারণ মানুষের এভাবে শত্রুপক্ষের ট্যাঙ্ক আটকানোর ঘটনায় অনেকেরই মনে পড়ছে ৩২ বছর আগের চিনের তিয়েনআনমেন স্কোয়ারের ‘ট্যাঙ্ক ম্যানে’র কথা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ