Advertisement
Advertisement

শান্তি প্রতিষ্ঠায় সবথেকে বেশি শহিদ ভারতীয় জওয়ানরাই, মত রাষ্ট্রসংঘের

শহিদ জওয়ানদের সম্মান রাষ্ট্রসংঘের৷

UN Peacekeepers from India take highest toll in 70 years
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 30, 2018 7:12 pm
  • Updated:May 30, 2018 7:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে বিভিন্ন অভিযানে গিয়ে সবথেকে বেশি শহিদ হয়েছেন ভারতের শান্তিরক্ষা বাহিনীর জওয়ানরা৷ সম্প্রতি যে পরিসংখ্যান প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ তাতে দেখা যাচ্ছে গত ৭০ বছরে শহিদ হয়েছেন ১৬৩ জন ভারতীয় শান্তিরক্ষা বাহিনীর জওয়ান৷ যেখানে বিশ্বের অন্যান্য দেশ মিলিয়ে মোট সংখ্যাটা ৩৭৩৭৷ ১৯৪৮ থেকে ২০১৬ পর্যন্ত তথ্য একত্র করে এই পরিসংখ্যান প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ৷

[‘পোলা’র জন্য ‘মাইয়া’র গানে কাঁপছে নেটদুনিয়া, ভাইরাল ভিডিও]

Advertisement

গতকাল পালিত হয়েছে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী দিবস৷ তারপরেই শান্তিরক্ষা বাহিনীর দীর্ঘ ৭০ বছরের ইতিহাস ও নানা তথ্য প্রকাশ করেছে তারা৷ রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বর্তমানে রয়েছে ১২৪টি দেশের ৯৬ হাজার উর্দিধারী সেনা ও পুলিশকর্মী, ১৫ হাজার নাগরিক সদস্য ও ১৬০০ জন স্বেচ্ছাসেবক৷ যাঁদের মধ্যে কেবল ভারত থেকেই নিয়োগ হয়েছেন ৬৬৯৩ জন জওয়ান৷ আবেই, সাইপ্রাস, কঙ্গ, হাইতি, লেবানন, মধ্য-প্রাচ্য, দক্ষিণ সুদান ও পশ্চিম সাহারায় মোতায়েন করা হয়েছে তাঁদের৷ যাঁরা প্রত্যেকদিন রাষ্ট্রসংঘের নীল পতাকা হাতে নিয়ে ও মাথায় নীল হেলমেট পরে কাজ করে চলেছেন৷ রাষ্ট্রসংঘের ৭০ বছর উদযাপনে এই অগণিত কর্মীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রসংঘের জেনারেল সেক্রেটরি অ্যান্টেনিও গুটেরেস৷

Advertisement

[লাখ লাখ বিয়ারের বোতলের মাঝেই এই মন্দিরে অধিষ্ঠান গৌতম বুদ্ধর]

বিভিন্ন অভিযানে গিয়ে শহিদ হওয়া শান্তিরক্ষা বহিনীর জওয়ানদের মঙ্গলবার বীরত্বের সম্মান দিয়েছে রাষ্ট্রসংঘ৷ সেখানে সম্মানিত হয়েছেন ভারতের দুই জওয়ান- রাইফেলম্যান ব্রজেশ থাপা ও প্রাইভেট রবি কুমার৷ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো-তে শান্তিরক্ষা বাহিনীর অভিযানে গিয়েছিলেন রাইফেলম্যান ব্রজেশ থাপা এবং লেবাননে গিয়েছিলেন রবি কুমার৷ ২০১৬-তে সেখানে শহিদ হন তাঁরা৷ তাদের পরিবারের হাতে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে তুলে দেওয়া হয় বীরত্বের সম্মান বা Dag Hammarskjold Medal৷ তবে ২০১৭-তে মৃত্যু হয়নি শান্তিরক্ষা বাহিনীর কোনও ভারতীয় জওয়ানের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ