Advertisement
Advertisement

সরষের মধ্যেই ভূত! মার্কিন সেনায় ঘাঁটি গেড়েছে আইএসের চররা

প্রকাশ্যে আসতেই চরম সিদ্ধান্ত আইন বিভাগের৷

 US Army sergeant will serve 25 years in prison after admitting material support to ISIS

ফাইল ফটো

Published by: Tanujit Das
  • Posted:August 31, 2018 1:44 pm
  • Updated:June 1, 2023 3:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার অপরাধে বায়ুসেনার এক অফিসারকে চরম শাস্তি দিল মার্কিন আইন বিভাগ৷ ২৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে তাকে৷ আদালতের সামনে নিজের দোষ স্বীকার করেছে মার্কিন বায়ুসেনার এয়ার ট্রাফিক কন্ট্রোলার ইকাইকা এরিক কাঙ্গ (৩৫)৷ জানিয়েছে, আইএসের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল তার৷ আন্ডারকভার এজেন্ট হিসাবে কাজ করত সে৷ পরিকল্পনা ছিল, মার্কিন সেনা সংক্রান্ত ও প্রতিরক্ষা বিষয়ক গোপন তথ্য জঙ্গি সংগঠনের কাছে পাচার করার৷ এছাড়া দেশের যুবকদের মধ্যে জেহাদি মনোভাব ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আইএসের গুপ্ত সদস্য হিসাবে কাজ করত সে৷

[জল বাড়ছে ব্রহ্মপুত্রে, ভারতে বন্যা সতর্কতা জারি করল চিন]

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে গত বছর ইকাইকা এরিক কাঙ্গকে গ্রেপ্তার করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই৷ জেরায় তার কাছ থেকে মিলেছে আইএস সংক্রান্ত বহু গোপন তথ্য৷ দেশের ভিতরে কেমন ভাবে জাল বিস্তার করছে এই জঙ্গি সংগঠন, সেই সম্পর্কিত বহু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে৷ জানা গিয়েছে, ২০১৬-র আগে থেকেই আইএসের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে কাঙ্গের৷ অনলাইনে নিয়মিত এই গোষ্ঠীর বিভিন্ন রণকৌশল ও ভয়ঙ্কর পরিকল্পনার ভিডিও দেখত সে৷ আইএস জঙ্গিদের দ্বারা নিরীহ মানুষের মুণ্ডচ্ছেদের ভিডিও দেখে নিজেকে উদ্বুদ্ধ করত৷ এফবিআই-এর জেরায় সে জানায়, নৃশংসতা দেখে জেহাদি মতাদর্শে আকর্ষণবোধ করত৷

Advertisement

[উড়বে শত্রুর রাতের ঘুম! গোপনে ‘রোবোকপ’ বাহিনী গড়ছে পুতিনের দেশ]

সূত্রের খবর, মার্কিন বায়ুসেনার হয়ে দীর্ঘদিন ২০১১ পর্যন্ত ইরাকে কাজ করেছে ইকাইকা এরিক কাঙ্গ৷ এরপর থাকে পাঠান হয় আফগানিস্তানে৷ সেখানেও ২০১৪ পর্যন্ত কাজ করে সে৷ ২০১৭-র ৮ জুলাই আইএস প্রধান আবুবকর আল-বাগদাদির সঙ্গী হিসাবে কাজ করার শপথগ্রহণ করে৷ এরপরই গোপনে কাজ চালিয়ে যেতে থাকে আইএসের আন্ডারকভার এজেন্ট হিসাবে৷ তদন্তকারীরা জানিয়েছেন, আইএসের হাতে মার্কিন সেনার গোপন তথ্য সম্বলিত একটি রিপোর্টে তুলে দিয়েছে ধৃত৷ পৌঁছে দিয়েছে ছোট ড্রোন ও সেনা পোশাক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ