Advertisement
Advertisement

পাল্টা হামলা নয়, ইসলামাবাদকে হুঁশিয়ারি আমেরিকার

ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি একটি পক্ষের হয়ে স্পষ্ট অবস্থান নিল মার্কিন যুক্তরাষ্ট্র৷

 US cautioned Pakistan to stop further attacks
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 1, 2016 9:07 am
  • Updated:October 1, 2016 9:07 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের জবাবে কোনওভাবেই পালটা হামলা চালানো যাবে না বলে পাকিস্তানকে বার্তা দিল আমেরিকা৷ একইসঙ্গে পাকিস্তানে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলিকে বেআইনি ঘোষণা করে তাদের বিরু‌দ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে বলল ওয়াশিংটন৷

উল্লেখযোগ্যভাবে এই প্রথম ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি একটি পক্ষের হয়ে স্পষ্ট অবস্থান নিল মার্কিন যুক্তরাষ্ট্র যা পাক সরকার ও সে দেশের মূল চালিকাশক্তি পাক সেনাকে যথেষ্টই হতাশ করেছে৷ মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার জানিয়েছেন, উরির মতো ঘটনা ঘটলে দু’ দেশের মধ্যে উত্তেজনা বাড়বেই৷ তার বদলে ভারত যে ব্যবস্থা নিয়েছে সেটাও স্বাভাবিক৷ কিন্তু এ নিয়ে দু’ দেশের মধ্যে সংঘাত আর কিছুতেই বাড়তে দেওয়া যাবে না৷ তাই দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে ভারত ও পাকিস্তানকে সংযত হতে বার বার আবেদন জানাচ্ছে আমেরিকা৷

Advertisement

কিরবি জানান, সার্জিক্যাল স্ট্রাইকের পর পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে৷ ভারত ও পাকিস্তান, দু’দেশের বাহিনী যাতে নিজেদের মধ্যে বার্তা বিনিময় করে ও বোঝাপড়া গড়ে তোলে তার উপর জোর দিচ্ছি আমরা৷ কারণ  আমেরিকা মনে করে যোগাযোগ মসৃণ হলে এবং নিয়মিত বার্তা বিনিময় হলে সীমান্তে উত্তেজনা প্রশমিত হবে৷ কোনও দেশের বাহিনী সীমান্তে সক্রিয় হলেই যেন অন্য দেশকে জানিয়ে কোনও পদক্ষেপ নেয়৷ তাহলে ভুল বোঝাবুঝি এড়ানো যাবে৷ উত্তেজনাও বাড়বে না৷

Advertisement

ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে পেন্টাগন তথা আমেরিকার কোনও ভূমিকা আছে? এই প্রশ্নের জবাবে হ্যাঁ বা না কিছুই বলেননি কিরবি৷ হোয়াইট হাউস ও  মার্কিন সামরিক কর্তাদের মতে, পাকিস্তান কোনও পালটা হামলার পথে যাক সেটা একদমই চাইছে না আমেরিকা৷ তাছাড়া পাকিস্তানকে সন্ত্রাসবাদী দেশ ঘোষণা করার দাবিতে মার্কিন সংসদে বিল পেশ হয়েছে৷ তাই ইসলামাবাদ কাশ্মীর নিয়ে অতি সক্রিয় হলে পরিস্থিতি তাদের বিপক্ষে যাবে৷ এই অবস্থায় মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের প্রদান সুসান রাইস ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে জানিয়েছেন, সীমান্তে উত্তেজনা কমাতে তাঁর সঙ্গে পাক কর্তৃপক্ষের কথা হয়েছে৷ রাষ্ট্রসংঘ কর্তৃক ঘোষিত সন্ত্রাসবাদীদের বিরু‌দ্ধে পাকিস্তান যেন উপযুক্ত ও কার্যকরী ব্যবস্থা নেয় তাও নিশ্চিত করতে বলেছেন তিনি৷ এদিকে, শুক্রবার পাকিস্তান পি-৫ গোষ্ঠীভূক্ত দেশগুলিকে (মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্স) ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ সম্বন্ধে অবহিত করেছে৷ নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলে কীভাবে নিরাপত্তা ও শান্তি রক্ষা করা যায় সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছে এই দেশগুলির৷ পাক বিদেশ সচিব এজাজ চৌধুরি ও ডিজিএমও পি-৫ গোষ্ঠীভূক্ত দেশগুলির রাষ্ট্রদূতদের এ কথা জানিয়েছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ