Advertisement
Advertisement
Hong Kong

গণতন্ত্রের কণ্ঠরোধ! জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত হংকংয়ের জিমি লাই

নিন্দা আমেরিকার।

US Condemns Fraud Conviction Of Hong Kong Media Tycoon Jimmy Lai | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:October 27, 2022 10:06 am
  • Updated:October 27, 2022 10:06 am

সংবাদ প্রত্রিদিন ডিজিটাল ডেস্ক: ফের গণতন্ত্রের কণ্ঠরোধের নির্লজ্জ নজির গড়ল চিন। ভুয়ো জালিয়াতি মামলায় এবার দোষী সাব্যস্ত করা হল হংকংয়ের গণতন্ত্রকামী ধনকুবের তথা মিডিয়া টাইকুন জিমি লাইকে। সরকারের সঙ্গে চুক্তিভঙ্গের অভিযোগে লাইয়ের বিরুদ্ধে মামলা চলছিল হংকংয়ের একটি আদালতে। মঙ্গলবার সেই মামলায় রায়দান করেন বিচারক।

বিতর্কিত নিরাপত্তা আইন প্রয়োগ করে আগেই গ্রেপ্তার করা হয় মিডিয়া টাইকুন জিমি লাইকে। তারপর থেকে জেলেই আছেন তিনি। হংকংয়ের (Hong Kong) গণতন্ত্রকামীদের অন্যতম মুখ তিনি। বরাবরই বেজিংয়ের স্বৈরাচারের বিরুদ্ধে সরব হয়েছেন ‘Next Digital’ মিডিয়া সংস্থার কর্ণধার লাই। চিন-বিরোধী খবর প্রকাশের জন্য বছরখানেক আগে বন্ধ করে দেওয়া হয়েছে জিমির সংস্থার সংবাদপত্র ‘অ্যাপল ডেইলি’-কে। তার আগে এক সাক্ষাৎকারে লাই সাফ জানিয়েছিলেন, হংকংয়ে থেকেই তিনি গণতন্ত্রের পক্ষে লড়াই চালিয়ে যাবেন। নয়া জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে নিশানা করবে বেজিং বলে সেখানে আশঙ্কা প্রকাশ করেছিলেন লাই। সেই আশঙ্কাই সত্যি হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: শিয়া ধর্মস্থানে হামলা সুন্নি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের, ইরানে নিহত অন্তত ১৫]

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘অ্যাপল ডেইলি’র দপ্তরের জন্য জায়গা নিয়ে সরকারের সঙ্গে একটি চুক্তি সই করেছিলেন জিমি লাই (Jimmy Lai)। সেই চুক্তির শর্তভঙ্গ করে জালিয়াতি করেছেন তিনি। মঙ্গলবার হংকংয়ের একটি আদালত এই মামলায় লাইকে দোষী সাব্যস্ত করে। শুধু তাই নয়, কয়েকদিন পরেই জাতীয় নিরাপত্তা নিয়ে একটি মামালার শুনানি রয়েছে লাইয়ের বিরুদ্ধে। সেখানে দোষী সাব্যস্ত হলে ৭৪ বছরের ওই ব্রিটিশ নাগরিকের যাবজ্জীবন জেলের সাজা হতে পারে।

Advertisement

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও গণতন্ত্রকমীদের অভিযোগ, জিমি লাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করেছে বেজিং। ভুয়ো অভিযোগে তাঁকে ফাঁসিয়েছে শি জিনপিংয়ের প্রশাসন। এদিকে, লাইয়ের সাজার তীব্র নিন্দা করেছে আমেরিকা। বুধবার মার্কিন বিদেশ সচিব দপ্তরের নেড প্রাইস সাফ বলেন, “এভাবে জিমি লাইকে দোষী সাব্যস্ত করার ঘটনার তীব্র নিন্দা করছে আমেরিকা। যেভাবে হংকংয়ের স্বশাসন শেষ করা হচ্ছে এবং যেভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তা খুবই উদ্বেগের বিষয়।”

[আরও পড়ুন: ধর্মস্থানে সেক্স টয় এনে বশীকরণের চেষ্টা! ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, তদন্তের নির্দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ