Advertisement
Advertisement

মার্কিন সেনাই সর্বশক্তিমান, আফগানিস্তানে ‘মাদার অফ অল বম্বস’ ফেলে হুঙ্কার ট্রাম্পের

উত্তর কোরিয়া ও রাশিয়াকে 'শিক্ষা' দিতেই কি মার্কিন সেনার এই অভিযান?

US drops
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 14, 2017 3:25 am
  • Updated:October 9, 2019 6:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব আফগানিস্তানে ইসলামিক স্টেট জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে বৃহস্পতিবার ২১ হাজার ৬০০ পাউন্ডের (প্রায় ১০ হাজার কিলোগ্রাম) GBU-43 বোমা নিক্ষেপ করল আমেরিকা৷ এই বোমার আর এক নাম ‘মাদার অফ অল বম্বস’৷ বোমার আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা না গেলেও এত বড় বোমা এর আগে আমেরিকা কোনও দেশের বিরুদ্ধে নিক্ষেপ করেনি৷ আইএস জঙ্গিদের বিরুদ্ধে এই বোমা দাগার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সগর্বে জানিয়েছেন, ওই মিশন অত্যন্ত সফল হয়েছে৷ তবে এই বোমা হামলার দায় নিজের কাঁধে নিতে চাননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ ট্রাম্প বলেছেন, “সবাই জানে আফগানিস্তানে কী ঘটছে৷ আমি আমার সেনাবাহিনীকে সম্পূর্ণ ক্ষমতা দিয়েছি এবং সেই অনুযায়ী তারা কাজ করছে৷”

আফগানিস্তানের নানগারহর প্রদেশের আচিন জেলায় বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধে ৭টা বেজে ৩২ মিনিটে এই ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসার৷ বোমাটি পরমাণু বোমার পরই বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা৷ বিশ্বের সবচেয়ে বিধ্বংসী এবং মারণক্ষমতাসম্পন্ন এই ভয়াবহ বোমাকে সামরিক পরিভাষায় বলে ‘ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট’৷ মার্কিন বায়ুসেনা ও মার্কিন সামরিক সদর দফর পেন্টাগনের কর্তারা এই বোমাকে আদর করে ডাকেন ‘মাদার অফ অল বম্বস’ (সব বোমার মা)৷ এটি জিপিএস নিয়ন্ত্রিত৷ সূত্রের খবর, বোমা হামলার পরই রাতের অন্ধকার আকাশ ভেদ করে বিশালাকায় আগুনের গোলা উপরের দিকে উঠে যায়৷ সর্বগ্রাসী আগুনের বলয় ছিল অন্তত চারশো মিটার জুড়ে৷ আশপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত এলাকার মাটি কেঁপে ওঠে৷ ভূমিকম্পের ভয়ে আতঙ্কে ছোটছুটি শুরু করেন স্থানীয় গ্রামের অজস্ত্র বাসিন্দা৷ কিন্তু বেশ কয়েক মিনিট পরেই বাসিন্দাদের ভুল ভাঙে৷ পরে জানা যায়, কোথাও একটা শক্তিশালী বিস্ফোরণ হয়েছে৷ বাতাসে তখন শুধুই পোড়া বারুদের অসহ্য দুর্গন্ধ৷ হোয়াইট হাউস ও পেন্টাগন পৃথক বিবৃতিতে জানিয়েছে, ইসলামিক স্টেটের বিরুদ্ধে ‘অল আউট অ্যাটাক’-এর অঙ্গ হিসাবেই এই হামলা চালানো হয়েছে৷

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও গোয়েন্দা উপগ্রহ মারফত নির্দিষ্ট খবর ছিল, আচিন প্রদেশের নির্জন ও দুর্গম পাহাড়ি এলাকায় একাধিক সুড়ঙ্গ ও গুহায় নিরাপদ ডেরা বানিয়েছে আইএস জঙ্গিরা৷ সেখানে তারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলা-বারুদের বিশাল ভাণ্ডার গড়ে তুলেছে৷ এর মধ্যে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অ্যাসল্ট রাইফেল, মাঝারি ও ছোট ক্ষেপণাস্ত্র৷ পাহাড়প্রমাণ এই অস্ত্রভাণ্ডার দিয়ে আফগানিস্তানের একটা বড় অংশ দখলের ছক ছিল ইসলামিক স্টেটের৷ এই ভাণ্ডার ধবংস করতেই ‘প্রায় পরমাণু বোমার সমান ক্ষমতাশালী’ এই বোমা নিয়ে হামলা চালিয়েছে মার্কিন বায়ুসেনা৷ হামলার জেরে হতাহতের এখনও কোনও খবর মেলেনি৷ বিস্ফোরণের পর প্রবল চাপে ও তাপে কয়েক কিলোমিটার পর্যন্ত এলাকা গুঁড়িয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ যেখানে বোমাটি নিক্ষেপ করা হয়েছে সেই জায়গাটি বেশ কয়েক ফুট গভীর গর্তও হয়ে গিয়েছে৷ এতদিন এটির পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে আমেরিকা৷ এই প্রথম যুদ্ধে বা সামরিক অভিযানে এই বোমার ব্যবহার করল তারা৷ ওয়ার্ল্ড ট্রেড সেণ্টার ধবংস হওয়ার পর শুরু হওয়া সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে এই প্রথম এরকম ভয়াবহ অস্ত্র ব্যবহার করল পেন্টাগন৷ এই বোমা একটি মাঝারি আয়তনের শহরকে নিশ্চিহ্ন করে দিতে পারে চোখের পলকে৷

(২০০৩-এ এই বোমা পরীক্ষা করা হয়েছিল৷ দেখুন সেই ভিডিও)

উল্লেখ্য, বুধবারই ক্ষমতায় আসার একশো দিন পূর্ণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ কয়েকদিন আগেই তিনি সিরিয়ার স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদাকে শিক্ষা দিতে ৫৯টি টোমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছিলেন সিরিয়ায়৷ ভূমধ্যসাগরে মোতায়েন মার্কিন রণতরী ইউএসএস পোর্টার থেকে ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয়েছিল৷ তা গুঁড়িয়ে দেয় সিরিয়ার শায়রত বিমানঘাঁটি ও রাসায়নিক অস্ত্রের ভাণ্ডার৷ এরকম আরও হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প৷ আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞদের মতে, ইসলামিক স্টেটকে শিক্ষা দিতে ‘এক বোমায় অনেক বার্তা’ দিলেন ট্রাম্প৷ তাঁর পয়লা নম্বর দুশমন উত্তর কোরিয়ার কমিউনিস্ট শাসক কিম জং উন প্রতিদিনই আমেরিকায় পরমাণু হামলার হুমকি দিচ্ছেন৷ আরেক শত্রু সিরিয়ার প্রেসিডেন্ট আসাদও ট্রাম্পকে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছেন৷ এই অবস্থায় আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী রুশ প্রেসিডেন্ট পুতিনও সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে আগাগোড়া সমর্থন দিয়ে ট্রাম্পকে চাপে রাখতে চাইছেন৷ সব চাপ উড়িয়ে দিয়ে চরম জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ আইএসকে টার্গেট করে বোমা ফেলে সব দুশমনদের জানিয়ে দিলেন, দরকার পড়লে তিনি যে কোনও বেপরোয়া পদক্ষেপ করতে পিছপা হবেন না৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement