Advertisement
Advertisement

মার্কিন মদতেই সেনা প্যারেডে হামলা! চাঞ্চল্যকর অভিযোগ ইরানের

প্রতিশোধের হুঁশিয়ারি!

US helped attackers, says Iran President Hassan Rouhani
Published by: Tanujit Das
  • Posted:September 23, 2018 5:54 pm
  • Updated:September 23, 2018 5:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানের সেনা প্যারেডে হামলার পিছনে রয়েছে আমেরিকা ও তাঁর বন্ধু রাষ্ট্রগুলির মদত৷ আমেরিকার হাতের পুতুলের মতো কাজ করছেন তাঁরা৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি৷ ইরানের মধ্যে অস্থিরতা তৈরির উদ্দেশ্যেই এই হামলার ষড়যন্ত্র বলে দাবি ইরান প্রেসিডেন্টের৷

[আইএসআই-এর নির্দেশেই উপত্যকায় খুন তিন পুলিশ কর্মী!]

Advertisement

ইরান-ইরাক যুদ্ধ বার্ষিকী উপলক্ষে শনিবার তেহরানে সেনা প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়৷ সেখানেই সেনার ও দর্শকদের উপর হামলা চালায় বন্দুকধারীরা৷ হামলায় এক শিশু-সহ ২৯ জন নিহত হয়৷ আহত হয়েছেন ৭০ জনের বেশি মানুষ৷ যৌথ ভাবে হামলার দায় স্বীকার করে সরকার বিরোধী উগ্রবাদী দল ও আইএস৷ এরপরেই চড়তে থাকে কূটনৈতিক টানাপোড়েন৷ ইরানে নিযুক্ত ইউরোপের তিন দেশের রাষ্ট্রদূতদের তলব করে তেহরান৷ প্রেসিডেন্ট রৌহানি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাড়া করা বিদেশি সন্ত্রাসীরাই হামলার পিছনে রয়েছে৷ টুইট বার্তায় তিনি লিখেন, ট্রাম্প প্রশাসন তাঁদের মতো দেশের কাছে একটি বিপদ। কিছু ভয়ঙ্কর সহযোগীকে সঙ্গে নিয়ে বিশ্বকে অস্থির করতে তৎপর তারা৷ এমনকী মার্কিন হুমকিকে তোয়াক্কা না করেই মিসাইল নির্মাণ অব্যাহত রাখবে ইরান৷ তাও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন প্রেসিডেন্ট রৌহানি৷

Advertisement

[সুযোগ নষ্ট করল ভারত! জওয়ান হত্যার দায় এড়িয়ে বিবৃতি পাকিস্তানের]

এর আগেই তিনি বলেছেন যে, ইরাকের প্রাক্তন স্বৈরাচারী শাসক সাদ্দাম হোসেনের মতো বর্তমান মার্কিন প্রেসিডেন্টের অবস্থা হবে৷ সাদ্দামের মতোই চরম পরিণতি ভোগ করতে হবে ট্রাম্পকে৷ তাঁদের বিরুদ্ধে আমেরিকা সরাসরি যুদ্ধে নেমেছে বলে দাবি করেন রৌহানি৷ এর প্রতিশোধ যে ইরান নেবে তাও জানান তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ