Advertisement
Advertisement
Houthi

ইয়েমেনে হাউথি ঘাঁটিতে ফের মিসাইল হামলা আমেরিকার, মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে যুদ্ধের আগুন?

ক্রমেই ঘোরাল হচ্ছে লোহিত সাগরের পরিস্থিতি।

US launches strikes against Houthi rebels in Yemen। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 18, 2024 10:03 am
  • Updated:January 18, 2024 4:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমেই ঘোরাল হচ্ছে লোহিত সাগরের পরিস্থিতি। বিভিন্ন দেশের হুমকি উড়িয়ে সেখানে একাধিক পণ্যবাহী জাহাজে হামলা চালাচ্ছে হাউথিরা। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি আক্রমণ করেছে আমেরিকার বাণিজ্যতরীতেও। এই হামলার পালটা মার দিয়েছে ওয়াশিংটনও। ফের নতুন করে ইয়েমেনে হাউথিদের ঘাঁটিগুলোকে নিশানা করেছে মার্কিন সেনা। এমনটাই সূত্রের খবর।        

রয়টার্স সূত্রে জানা গিয়েছে, ইয়েমেনের ঠিক কোন অঞ্চলে হামলা চালানো হয়েছে সেই বিষয় কিছু জানাননি নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন ফৌজের কর্তা। কীভাবে আক্রমণ শানানো হয়েছে বা কটি মিসাইল ছোঁড়া হয়েছে সেই নিয়েও কোনও তথ্য দেননি তিনি। তবে সংবাদ সংস্থা এপি-র প্রতিবেদন মোতাবেক অন্তত ১২টি হাউথি ঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা। আক্রান্ত জায়গাগুলো হচ্ছে–হোদেইদা, তাইজ, ধামার, আল বায়দা ও সাদা। সেখানে হাউথিদের মিসাইল ঘাঁটি গুঁড়িয়ে গিয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র হানায় বলে খবর। এর আগেও অন্তত তিনবার ইয়েমেনে হামলা চালিয়েছে মার্কিন ফৌজ।          

Advertisement

[আরও পড়ুন: দেশটাকে শেষ করে দিল মাদক আর কালাশনিকভ, আক্ষেপ পাকিস্তানের প্রধান বিচারপতির]

উল্লেখ্য, ১০০ দিন পেরিয়েও চলছে হামাস বনাম ইজরায়েল রক্তক্ষয়ী যুদ্ধ। জারি রয়েছে মৃত্যুমিছিল। এর মাঝেই মাস দুয়েক ধরে উদ্বেগ বাড়াচ্ছে লোহিত সাগরের উত্তপ্ত পরিস্থিতি। বাণিজ্যতরীগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হাউথিরা। অবরুদ্ধ হচ্ছে বাণিজ্যপথ। এই প্রেক্ষিতে জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছে আমেরিকা ও ব্রিটেন। দুই দেশের যৌথবাহিনী হাউথিদের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে। কিন্তু বিভিন্ন দেশের চোখ রাঙানির পরোয়ানা করছে না হাউথিরা। আক্রমণ আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে তারা। 

Advertisement

বলে রাখা ভালো, ইজরায়েল-হামাস যুদ্ধের পর থেকেই লোহিত সাগরে (Red Sea) হামলা বৃদ্ধি পেয়েছে। ইরানের মদতপুষ্ট হাউথিরা জানিয়ে দিয়েছে, গাজায় প্যালেস্তিনীয়দের সমর্থনে এই হামলা চালানো হচ্ছে। ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে রয়েছে তারা। যতদিন না গাজায় যুদ্ধ থামাচ্ছে ইজরায়েল ততদিন হামলা চলবে। বেছে বেছে ইজরায়েলপন্থী দেশগুলোর জাহাজগুলোকেই নিশানা করা হচ্ছে। ফলে এবার লোহিত সাগরেও ঘনাচ্ছে যুদ্ধের মেঘ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ