Advertisement
Advertisement

রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর খবর প্রচার করছে গুগল, সরব ট্রাম্প

অভিযোগ অস্বীকার সংস্থার।

US Prez Donald Trump accuses Google of maligning his image
Published by: Tanujit Das
  • Posted:August 29, 2018 3:59 pm
  • Updated:August 29, 2018 3:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঠিক প্রচার না করে তাঁর বিরুদ্ধে নেতিবাচক ও ভ্রান্ত প্রচার চালানো হচ্ছে৷ প্রসিদ্ধ সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মঙ্গলবার সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ টুইট বার্তায় তিনি বলেন, গুগলে যখন ‘ডোনাল্ড ট্রাম্প নিউজ’ লেখা হচ্ছে তখনই, তাঁর সম্পর্কে নেতিবাচক খবরগুলিকে সকলের সামনে তুলে ধরা হচ্ছে৷ বরং কারও নজরে আনা হচ্ছে না তাঁর ইতিবাচক ভাষণগুলিকে৷ এগুলি ইচ্ছাকৃত ভাবে এবং তাঁর বিরুদ্ধে প্রচারের কৌশল হিসাবে করা হচ্ছে বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট৷ যদিও ট্রাম্পের এই অভিযোগকে ভ্রান্ত বলে, তা নস্যাৎ করে দিয়েছে বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ সার্চ ইঞ্জিন গুগল৷ এমন কোনও অভিসন্ধি নিয়ে তাঁদের সংস্থা কাজ করছে না বলে বুধবার জানায় সংস্থাটি৷

[কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান তাঁর কাছে রয়েছে, দাবি পাক মন্ত্রীর]

Advertisement

বর্তমানে একাধিক ইস্যুতে ঘরে-বাইরে বেশ চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস ও প্লেবয় ম্যাগাজিনের মডেল কারেন ম্যাকবাউগালের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত থাকার৷ যা স্বীকারও করে নিয়েছেন তাঁর প্রাক্তন ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন৷ পাশাপাশি, সদ্য প্রয়াত প্রাক্তন মার্কিন সেনা আধিকারিক তথা ইউএস সেনেটর জন ম্যাকিনকে যথাযোগ্য শ্রদ্ধাও জানাননি মার্কিন প্রেসিডেন্ট৷ যা নিয়ে ইতিমধ্যে নিজের দেশ এবং আন্তর্জাতিক মহলে নিন্দার মুখে পড়তে হয়েছে তাঁকে৷ এমত পরিস্থিতিতে গুগলের বিরুদ্ধে মুখ খুলে নয়া বিতর্কের সূত্রপাত করেছেন ডন নিজে৷ তিনি জানিয়েছেন, ইচ্ছাকৃত ভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্যে দিনের পর দিন তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে ভ্রান্ত খবর৷ এর আগে দেশের সংবাদমাধ্যমের বিরুদ্ধেও সরব হতে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে৷ এবার সোশ্যাল মিডিয়া ও গুগলের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি৷ এই প্রবণতা যথেষ্ট আতঙ্কের বলে দাবি করছেন মার্কিন কূটনৈতিক মহল৷

Advertisement

[সাবধান! লোকসভা নির্বাচনকে ভেস্তে দিতে গোপনে ফন্দি আঁটছে আইএসআই]

যদিও ট্রাম্পের অভিযোগকে তেমন একটা আমল দিতে চায়নি গুগল৷ সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের এই অভিযোগ সম্পূর্ণ ভুল৷ কখনই তাঁদের সার্চ ইঞ্জিনকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির ব্যবহার করা হয়নি৷ কোনও রাজনৈতিক অভিসন্ধিকে ইন্ধন জোগানো গুগলের লক্ষ্য নয়৷ সংস্থার দাবি, কোনও উপভোক্তা গুগলে তাঁর প্রশ্ন লিখলে, মুহূর্তের মধ্যে সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়াই গুগলের প্রধান উদ্দেশ্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ