১৮ অগ্রহায়ণ  ১৪৩০  রবিবার ৩ ডিসেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

চার রাজ্যের রায়

মধ্যপ্রদেশ (২৩০/২৩০) এগিয়ে / জয়ী
বিজেপি ১৬৪
কংগ্রেস ৬৫
অন্যান্য
রাজস্থান (১৯৯/২০০) এগিয়ে / জয়ী
বিজেপি ১১৫
কংগ্রেস ৬৯
অন্যান্য ১৫
ছত্তিশগড় (৯০/৯০) এগিয়ে / জয়ী
বিজেপি ৫৪
কংগ্রেস ৩৫
অন্যান্য
তেলেঙ্গানা (১১৯/১১৯) এগিয়ে / জয়ী
বিআরএস ৩৯
কংগ্রেস ৬৪
বিজেপি
এআইএমআইএম
অন্যান্য

OMG! জন্তু-জানোয়ার নয়, মানুষের রক্ত চুষে নিচ্ছে এই বাঁদুর!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: January 14, 2017 8:30 pm|    Updated: January 14, 2017 8:30 pm

Vampire bats targeting humans for blood

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুঁচলো নাক, মুখের দুপাশে বেরিয়ে আশা শ্বদন্ত। যে কোনও মানুষকে মুহুর্তে সম্মোহিত করে  নেওয়ার অসীম ক্ষমতা। অক্ষয় জীবনের অধিকারী। রাতের অন্ধকারে সুন্দরী তরুণীর রক্ত শুষে নিচ্ছে সেই বাঁদুর-মানুষ। আমাদের সবার পরিচিত হাড় হিম করা গল্পের কাল্পনিক চরিত্র কাউন্ট ড্রাকুলা এবার বাস্তব।

ব্রাজিলের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রকাশ করলেন এই চাঞ্চল্যকর তথ্য। গবেষকরা জানান যে, ব্রাজিলেরে জঙ্গল একধরনের রক্তচোষা বাঁদুর এবার রক্তের জন্য মানুষকে আক্রমন করছে। সাধারণত ওই বাঁদুরগুলো জন্তু জানোয়ারের রক্ত খেয়ে থাকে। গবেষকদের মতে ক্রমশ জঙ্গল ধ্বংস হয়ে যাওয়ায় নিজের প্রাকৃতিক আস্তানা ও খাদ্য হারাচ্ছে তারা।

ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অফ পেরনামবুকোর গবেষক এনরিকো বার্নার্ড জানান, ওই ব্রাজিলের বনে বাঁদুরগুলোর এই পরিবির্তনে তাঁরা আশ্চর্যচকিত। ওই বাঁদুরগুলোর বর্জ্য পরিক্ষা করে মানুষের ডিএনএ পেয়েছেন বলেও জানান তিনি। সহজ শিকার হিসেবে ওই বাঁদুরগুলো বাড়ির বাইরে শুয়ে থাকা মানুষদের রক্ত চুষে নিচ্ছে। ওই বাঁদুরগুলো জলাতঙ্কের মত রোগ ছড়াচ্ছে। এদের লালায় একধরনের রাসায়নিক থাকে যা আক্রান্ত ব্যক্তির অনুভূতিকে অসাড় করে দেয়। ওই গবেষক আরও জানিয়েছেন যে, তাঁর দল কীভাবে এই রক্তচোষা বাঁদুরগুলোর আক্রমন থামানো যায় এই বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে