সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস থেকে বাড়ি ফিরেছেন। এক কাপ চা হাতে নিয়ে সবে বসার ঘরে চেয়ারে আরাম করে বসেছেন। হঠাৎই চোখে পড়ল ঘরের এক কোণে গুটিশুটি মেরে বসে আছে একটি সাপ। এইরকম কোনও দৃশ্য দেখা তো অনেক দূরের কথা, ভাবলেই অনেকে ভয়ে বাক্যহারা হয়ে যাবেন। কিন্তু নিজের বসার ঘরে আস্ত একটি সাপকে দেখেও এতটুকু ঘাবড়ে যাননি মার্কিন ট্যাটুশিল্পী সানসাইন ম্যাকক্যারি। বরং তিনি যা করেছেন, তা দেখলে আপনিও চমকে উঠবেন। খালি হাতে বালিশের কভার দিয়েই সাপটি ধরে ফেলেন তিনি। তারপর সযত্নে সেটিকে বাড়ির বাইরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন। গোটা ঘটনার ভিডিও নিজের ফেসবুকে পোস্টও করেছেন ওই মহিলা। যথারীতি ভাইরাল হয়েছে ভিডিওটি।
[ প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণে কী নির্দেশ সুপ্রিম কোর্টের? ]
আমেরিকার নর্থ ক্যারোলিনায় থাকেন সানসাইন ম্যাকক্যারি। পেশায় তিনি একজন ট্যাটুশিল্পী। ফেসবুকে তিনি জানিয়েছেন,’ তখন সবে অফিস থেকে বাড়ি ফিরেছি। দেখি আমার বসার ঘরে ৫ থেকে ৬ ফুট লম্বা একটি কালো রঙের সাপ গুটি মেরে লুকিয়ে আছে।’ এই তথ্যটুকু দিয়ে বালিশের কভার দিয়ে সাপ ধরার ভিডিওটি পোস্ট করেছেন সানসাইন। ভিডিওতে দেখা গিয়েছে, সাপটিকে ধরেই ক্ষান্ত হননি তিনি, বাড়ির বাইরে এনে বালিশের কভার থেকে সাপটি বেরও করেন। দেখে নেন, সাপটি ঠিক কত বড়। তারপর সযত্নে সাপটিকে বাড়ির লাগোয়া জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন তিনি। তাঁর সাহসিকতার প্রশ্ংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া।
দেখুন ভিডিও-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.