Advertisement
Advertisement

দেখুন কীভাবে প্রাণ ফিরে পেল মৃত নদী

ঈশ্বরের আশীর্বাদ না কি প্রাকৃতিক কারণে।

Watch how Israel's Zin river comes back to life
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 24, 2017 8:32 am
  • Updated:December 28, 2019 5:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতি যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। প্রকৃতি সৃষ্টিও করে আবার বিনাশও। যুগে-যুগে পৃথিবীর বুকে চলে আসা প্রাকৃতিক পরিবর্তন এতটাই অদ্ভুত যে তা কল্পনায় ধরে রাখা মানুষের পক্ষে সম্ভব নয়। এবার দেখে নিন এক অদ্ভুত দৃশ্য। দেখুন কিভাবে প্রাণ ফিরে পেল মৃত জিন নদী।

Advertisement

ইজরায়েলের নাগেভ মরুভূমির এই নদীটি বহুদিন ধরে খরার কবলে পড়ে শুকিয়ে গিয়েছিল। তবে হঠাৎ ওই অঞ্চলে হওয়া প্রবল বৃষ্টিতে প্রাণ ফিরে পায় নদীটি। সেই দৃশ্য দেখতে জমা হয়েছিলেন বহু লোক। এই ঘটনার কথা নাকি বাইবেলেও বর্ণনা করা হয়েছে। নাগেভ পর্বতের চূড়ায় অবস্থিত ২৪ মাইল লম্বা ও ৬ মাইল চওড়া রামন খাদ থেকে বেরিয়ে জিন নদী মিশে গিয়েছে মরু সাগরে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ