Advertisement
Advertisement

Breaking News

White House Biden

হামাস হামলার নেপথ্যে ভারত-মধ্যপ্রাচ্যের করিডর! বাইডেনের মন্তব্যে সাফাই হোয়াইট হাউসের

প্রেসিডেন্টের মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, দাবি হোয়াইট হাউসের।

White House says Biden's comment on Hamas attack is misunderstood | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 27, 2023 12:28 pm
  • Updated:October 27, 2023 12:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামাস (Hamas) হামলার সঙ্গে যোগ রয়েছে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ বাণিজ্য করিডরের চুক্তির! এমন বিতর্কিত মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তবে এই মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে বলে সাফাই দিল হোয়াইট হাউস (White House)। বাইডেনের বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হোয়াইট হাউস জানায়, বাইডেনের কথা ভুল বুঝেছেন সকলে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে ইজরায়েলের উপর হামলা চালাচ্ছে হামাস। পালটা আক্রমণ শানিয়েছে ইজরায়েলের সেনাও।

ইজরায়েল-হামাস সংঘর্ষের তীব্রতা ক্রমেই বাড়ছে। তার সঙ্গে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিশেষত গাজা ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। এহেন পরিস্থিতিতে জো বাইডেন দাবি করেন, নয়াদিল্লিতে আয়োজিত জি-২০ সম্মেলনে স্বাক্ষরিত হয়েছিল ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ বাণিজ্য করিডরের চুক্তি। আর এই চুক্তিই নাকি জঙ্গি গোষ্ঠী হামাসের ইজরায়েলে হামলা চালানোর অন্যতম কারণ। বাইডেনের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় তীব্র বিতর্ক।

Advertisement

[আরও পড়ুন: Coronavirus: ফের করোনার বাড়বাড়ন্ত! নতুন ৮ ভাইরাসের খোঁজ মিলল চিনে]

মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য ছড়িয়ে পড়ার পরেই অবশ্য সাফাই দিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্টের দপ্তরের তরফে নিরাপত্তা কোঅর্ডিনেটর জন কিরবি বলেন, “আমার মনে হয় আপনারা ভুল বুঝেছেন। বাইডেন বলেছিলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে যা পদক্ষেপ করা হচ্ছে, তার জেরে হয়তো হামাস হামলা চালিয়ে থাকতে পারে। তবে প্রেসিডেন্টের কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে।” প্রসঙ্গত, নিজের মন্তব্যে একবারও এই করিডরের নাম উল্লেখ করেননি বাইডেন।

Advertisement

গত ৭ অক্টোবর ইজরায়েলের বুকে হামাসের হামলার পর সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) লিখেছিলেন, ‘ইজরায়েলে হওয়া জঙ্গি হামলায় অত্যন্ত মর্মাহত। নিরীহ, আক্রান্ত ও তাঁদের পরিবারের পাশে রয়েছে আমাদের প্রার্থনা ও কামনা। এই কঠিন সময়ে আমরা ইজরায়েলের পাশে দাঁড়াচ্ছি।’

[আরও পড়ুন: ‘নাগরিকদের নিরাপত্তাই সবার আগে’, সিরিয়ায় ইরান সেনার ‘ঘাঁটি’তে হামলা মার্কিন সেনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ