Advertisement
Advertisement

Breaking News

জিতলেন ট্রাম্প, কথা রাখতে এবার কি স্ট্রিপটিজ ‘ফার্স্ট লেডি’র?

সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মার্কিন মুলুকের অন্দরে৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 9, 2016 1:32 pm
  • Updated:November 9, 2016 1:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক কালের লাস্যময়ী সুন্দরী তিনি৷ তাঁর লাস্যে এবং সাহসী আবেদনের ঝলকে আজও মুগ্ধ আপামর জনতা৷ এক সময় ম্যাগাজিনের প্রচ্ছদে তাঁর নগ্ন ছবি নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব৷ এখন সেই অবস্থা কিছুটা পাল্টালেও মেলানিয়া ট্রাম্পকে নিয়ে উৎসাহ এতটুকুও কমেনি জনতার৷

আর এই মেলানিয়া ট্রাম্পই হতে চলেছেন আমেরিকার ফার্স্ট লেডি৷ নির্বাচনে জিতে প্রেসিডেন্ট পদে আসীন হতে চলেছেন ট্রাম্প৷ ট্রাম্প প্রেসিডেন্ট হলে দেশের ফার্স্ট লেডি পদে আসীন হবেন তাঁর লাস্যময়ী স্ত্রী মেলানিয়া৷

Advertisement

Republican presidential candidate Donald Trump gives a thumbs up after his wife Melania spoke during the Republican National Convention, Monday, July 18, 2016, in Cleveland. (AP Photo/Evan Vucci)

Advertisement

চলতি বছরে মেলানিয়া বলেছিলেন, স্বামী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে তিনি প্রকাশ্যে নগ্ন হবেন৷ রীতিমতো স্ট্রিপটিজ করবেন বলে জানিয়েছিলেন তিনি৷

নির্বাচনে জিতে প্রেসিডেন্ট পদে আসীন হতে চলেছেন ট্রাম্প৷ এবার কি তবে সমর্থকদের তৃষ্ণা মেটাতে স্ট্রিপটিজ করবেন জন্মসূত্রে স্লোভেনীয় আমেরিকার এই ফার্স্ট লেডি? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মার্কিন মুলুকের অন্দরে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ