Advertisement
Advertisement
Yemen

ইয়েমেনের বিমানবন্দরে জঙ্গি হামলা, বোমা ও গুলির লড়াইয়ে মৃত কমপক্ষে ১৩

নবনির্বাচিত মন্ত্রিসভার প্রতিনিধিদের নিয়ে বিমান নামার পরেই এই হামলা হয়।

Yemen: 13 dead, dozens injured in blast and gunfire at Aden airport।

বিমানবন্দরের বাইরে তখনও চলছে লড়াই

Published by: Soumya Mukherjee
  • Posted:December 30, 2020 9:11 pm
  • Updated:December 30, 2020 9:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইয়েমেনের একটি বিমানবন্দরে জঙ্গি হামলার ফলে মৃত্যু কমপক্ষে ১৩ জনের। জখম হয়েছেন আরও অনেকে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সৌদি আরবের সমর্থনে সদ্য তৈরি হওয়া ইয়েমেন (Yemen) মন্ত্রিসভার প্রতিনিধিদের নিয়ে বিমানটি সবে আডেন (Aden) বিমানবন্দরে নামছিল। আচমকা অজ্ঞাত পরিচয়ের একদল ব্যক্তি সেখানে হামলা চালাল। এলোপাথাড়ি বোমা ছোঁড়ার পাশাপাশি নির্বিচারে গুলি চালাতে থাকে। পালটা জবাব দেন বিমানবন্দরে মোতায়েন থাকা সরকারি নিরাপত্তারক্ষীরাও। উভয়পক্ষের লড়াইয়ের জেরে প্রবল আতঙ্ক ছড়ায় আডেন বিমানবন্দরে। যাত্রীরা এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। তবে ইয়েমেন সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী মাহীন আবদুল মালিক ও মন্ত্রিসভার বাকি সদস্যরা এবং ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মহম্মদ সইদ-আল-জাবেরকে নিরাপদে শহরে অবস্থিত রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়।

[আরও পড়ুন: পাকিস্তানে ফের সংখ্যালঘু নির্যাতন, ভাইরাল মৌলবাদীদের হিন্দু মন্দির ধ্বংসের ছবি]

পরে টুইট করে এই সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেন সদ্য প্রধানমন্ত্রীর ক্ষমতা পাওয়া মাহীন আবদুল মালিক। লেখেন, কাপুরুষের মতন হামলা করে আমাদের সরকারকে আতঙ্কিত করতে পারবে না জঙ্গিরা। আডেনকে রাজধানী বানিয়ে ইয়েমেনের শান্তিকামী ও সাধারণ নাগরিকদের উন্নয়নের জন্য কাজ করব আমরা।

[আরও পড়ুন: ফাইজার টিকা নেওয়ার ছ’দিনের মধ্যেই করোনা আক্রান্ত মার্কিন নার্স! প্রশ্নে টিকার কার্যকারিতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement