Advertisement
Advertisement

চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় জাপানের ইয়োশিনোরি ওহসুমি’র

এই আবিষ্কারে দুরারোগ্য অনেক ব্যধির চিকিৎসা হওয়া সম্ভব এমনটাই মনে করছে অনেকে৷

Yoshinori Ohsumi gets nobel prize in medicine
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 3, 2016 7:30 pm
  • Updated:October 3, 2016 7:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী সাফল্যের জন্য নোবেল পেলেন জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওহসুমি৷ ১৯০৫ সাল থেকে ওহসুমির আগে ১০৬ জন চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন৷

ইয়োশিনোরির আবিষ্কার ‘মেকানিজিম ফর অটোফ্যাগি’ এই যুগে যুগান্তকারী বলেই জানাচ্ছে বিজ্ঞানী মহল৷

Advertisement

কিন্তু কী এই ‘অটোফ্যাগি’?

Advertisement

মানুষের শরীরে ক্রিয়াহীন কোষগুলিকে ধ্বংস করে ফের নতুন কোষ সৃষ্টির পদ্ধতি  ‘অটোফ্যাগি’৷ মানুষের শরীরে প্রতিনিয়ত এই পদ্ধতি চলতে থাকে৷ ১৯৬০ সালে প্রথম এই পদ্ধতির কথা জানা যায়৷ কিন্তু ঠিক কী ভাবে তা শরীরে কাজ করে সেই দিকেই আলোকপাত করলেন বিজ্ঞানী ইয়োশিনোরি৷ ‘অটোফ্যাগি’র নানান সমস্যার ফলেই ডায়াবেটিস, পার্কিনসন জাতীয় রোগের সঞ্চার হয় শরীরে৷ ফলে বৈজ্ঞানিকমহলের দাবি, ‘অটোফ্যাগি’ কীভাবে কাজ করে তা জানতে পারলে সুরাহা মিলবে ডায়াবেটিস বা অন্যান্য কোষজনিত রোগের৷ এমনকি জিনবাহী বহু রোগের সমাধানও করা সম্ভব৷

ফলে এই আবিষ্কারে দুরারোগ্য অনেক ব্যধির চিকিৎসা হওয়া সম্ভব এমনটাই মনে করছে অনেকে৷

এর আগেও ম্যালেরিয়া ও অন্যান্য রোগের চিকিৎসা আবিষ্কার করেই এই বিভাগে নোবেল পেয়েছেন বিজ্ঞানীরা৷ তেমনই সেই তালিকায় এবার নাম লেখালেন জাপানের এই বিজ্ঞানী৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ