Advertisement
Advertisement

Breaking News

‘তোমাদেরও সময় আসছে’, ভয়ঙ্কর হুমকি আইএস-এর

উদ্বেগে নিরাপত্তামহল৷

'Your time is coming', ISIS warns Saudi Arabia
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 10, 2017 1:39 pm
  • Updated:June 10, 2017 1:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি আরবে চরম হামলা চালানোর হুমকি দিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট৷ শুক্রবার, এমনটাই জানিয়েছে ‘সাইট ইন্টেলিজেন্স মনিটরিং গ্রুপ’৷ সম্প্রতি, ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয় ১৭ জন নিরীহ মানুষের৷ বুধবারের ওই হামলার নিশানা ছিল আয়াতোল্লাহ খোমেইনির মসজিদ ও পার্লামেন্ট৷ এক ফিদায়েঁ জঙ্গি ও দুই থেকে তিন সশস্ত্র জঙ্গি ওই হামলা চালায়৷ ইতিমধ্যে ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী৷

[টিভি চ্যানেলে ‘অশালীন’ আক্রমণের বিরুদ্ধে সরব কাশ্মীরিরা]

Advertisement

সম্প্রতি, আইএস জঙ্গিদের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিওটিতে শিয়া অধ্যুষিত ইরান ও সৌদি আরবে আরও জঙ্গি হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইএস৷ ভিডিওটিতে, মুখে কালো কাপড় জড়িয়ে ইসলামিক স্টেটের পতাকা হাতে জঙ্গিদের দেখা যাচ্ছে৷ এক জঙ্গিকে বলতে শোনা গিয়েছে, “আল্লাহর ইচ্ছায় ইরানে জেহাদ শুরু হয়েছে৷ বিশ্বের সমস্ত মুসলমানদের উচিত এই ধর্মযুদ্ধে শামিল হওয়া৷” এছাড়াও ভিডিওটিতে, ইরানের পর এবার সৌদি আরবের পালা বলেও হুমকি দিতে শোনা গিয়েছে এক জঙ্গিকে৷ ইতিমধ্যে, সৌদি সেনাবাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইসলামিক স্টেট৷

Advertisement

[১৫ দিনের মধ্যে জঙ্গি হামলা হতে পারে পাঞ্জাব ও কাশ্মীরে!]

উল্লেখ্য, কাতার ইস্যুতে মধ্যপ্রাচ্যে চলছে চরম রাজনৈতিক ডামাডোল৷ সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, মিশর-সহ একাধিক আরব দেশ৷ এমন পরিস্থিতিতে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর হামলার বার্তায় প্রবল উদ্বেগে রয়েছে নিরাপত্তাসংস্থাগুলি৷ শুক্রবার, সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদের প্রতি সতর্কবার্তা জারি করেছে মার্কিন দূতাবাস৷ জঙ্গিহানার আশঙ্কায় ভ্রমণার্থীদের ভিড় এলাকা এড়িয়ে যেতে বলা হয়েছে৷ বিশ্বে ইসলামিক সাম্রাজ্যে স্থাপনের জন্য যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করেছে আইএস তার জেরে আজ আতঙ্কিত গোটা বিশ্ব৷ লন্ডন থেকে শুরু করে নিস হামলা৷ আইএস জঙ্গিদের হানা ক্রমশ বেড়েই যাচ্ছে৷ তবে ক্রমে ইরাক ও সিরিয়ায় মার্কিন ও রুশ হানে জমি হারাচ্ছে জঙ্গি সংগঠনটি৷

[এবার বোরখায় নিষেধাজ্ঞা চাপাল এই দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ