BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

৭-১৩ মে’র Horoscope: সুখবর পেতে পারেন এই রাশির জাতকরা, কী রয়েছে আপনার ভাগ্যে?

Published by: Sayani Sen |    Posted: May 7, 2023 9:40 am|    Updated: May 7, 2023 9:40 am

Here are your weekly horoscope from 7th to 13th May, 2023 । Sangbad Pratidin

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? সঞ্চয়ের সম্ভাবনা আছে নাকি বাড়বে খরচ? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1এই রাশির জাতক-জাতিকাদের ব‌্যবসায়ে উন্নতির যোগ। কর্মক্ষেত্রে উন্নতি ও বদলির যোগ। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। বন্ধুবান্ধবের সঙ্গে বিলাসিতায় অর্থ নষ্ট করার জন‌্য সংসারে অশান্তি। পারিবারিক সমস‌্যায় গুরুজনদের পরামর্শ নেওয়া উচিত। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসবে। সপ্তাহের শেষান্তে অতিরিক্ত কর্মব‌্যস্ততার জন‌্য পারিবারিক অশান্তি দেখা দিতে পারে।

বৃষ

taurusসপ্তাহের প্রারম্ভে নিজস্ব কর্মের জগতে পরিবর্তন লক্ষ‌্য করা যায়। ভবিষ‌্যতের উন্নতির জন‌্য কর্মপরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। পরিবারে আপনি সকলের জন‌্য কর্তব‌্য করলেও গুরুজন স্থানীয় কারও ব‌্যবহারে দুঃখ পেতে পারেন। ব‌্যবসায় সাময়িক মন্দাভাব থাকবে। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে। সন্তানের লেখাপড়ায় সাফল্যের জন‌্য মানসিক শান্তি।

মিথুন

jeminiএই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী জাতক-জাতিকাদের আর্থিক দিক ভাল যাবে। এই সময় বিভিন্ন উপায়ে হাতে অর্থ আসতে পারে। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। শ্বশুরকুল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলুন।

কর্কট

cancerএই সপ্তাহে আয়ব‌্যয়ের সমতা রাখা কঠিন হবে। আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে সঞ্চিত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা। পিতামাতার কারও একজনের শরীর খুব একটা ভাল যাবে না। সপ্তাহের মধ‌্যভাগে কর্মক্ষেত্রে পরিবর্তন। রাজনীতিবিদরা এই সময় নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

সিংহ

leoএই রাশির জাতক-জাতিকাদের অর্থ উপার্জন ভালই হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি লক্ষ‌্য করতে পারবেন। কর্মপ্রার্থীদের কর্ম অনুসন্ধানের জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি। ছোট ব‌্যবসায়ে কোনও কর্মচারীর আচার-আচরণের জন‌্য লোকসান দেখা দিতে পারে। খাওয়াদাওয়ার ব‌্যাপারে সতর্ক থাকুন। এই সময় জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা।

কন্যা

virgoসপ্তাহের প্রারম্ভে কোনও সুখবর আসতে পারে। স্ত্রীর কর্মক্ষেত্রে সমস‌্যা দেখা দেওয়ায় কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। গুরুজনের প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। বয়স্ক জাতক-জাতিকারা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। নববিবাহিতদের বিবাহিত জীবন সুখের হবে। বন্ধুবান্ধবকে উপকার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

তুলা

leoখরচবহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। অর্থ উপার্জনের জন‌্য অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ‌্যহানির কারণ হতে পারে। পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। ব‌্যবসায় কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। সরকারি শুল্ক সংক্রান্ত সমস‌্যা ফেলে রাখবেন না। সংগীতশিল্পী, নৃত‌্যশিল্পীদের জন‌্য আগামিদিনে ভাল সময় আসছে।

বৃশ্চিক

scorpioকর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। অধঃস্তন কর্মচারীদের সঙ্গে উঁচু গলায় কথা বলবেন না। পরিবারে তুচ্ছ ব‌্যাপার এড়িয়ে চলুন। বয়স্ক বাবামায়ের একাকীত্ব ঘোচানোর জন‌্য তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটান। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহের মধ‌্যভাগ শুভ সময়। বন্ধুবান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না।

ধনু

saggetariusকর্মস্থলে জটিলতা বৃদ্ধিতে উদ্বেগ বাড়বে। বন্ধুর সাহায্যে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করতে পারে। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। বিদ্যুৎ ও আগুন থেকে সাবধানে থাকুন। এই সময় ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলাই শ্রেয়।

মকর

capricornমকর রাশির জাতক-জাতিকারা আর্থিক দিক থেকে দুশ্চিন্তামুক্ত হলেও খরচের ব‌্যাপারে সাবধানে থাকবেন। কর্মক্ষেত্রে স্বার্থান্বেষী সহকর্মীদের থেকে দূরে থাকুন। পরিবারে কোনও ছোটখাট বিবাদকে গুরুত্ব দেবেন না। নিজের উদারতার দ্বারা সমস‌্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। মরসুমের রোগ থেকে সাবধানে থাকুন। চাকুরিসূত্রে ভ্রমণের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়।

কুম্ভ

aquariusসপ্তাহের শুরুতে এই রাশির জাতকদের জীবনে কিছু ভাল পরিবর্তন আসছে। বিবাহিত জীবনে কোনও সমস‌্যা থাকলে তা কেটে যাওয়ার সম্ভাবনা। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য শ্বশুরবাড়ি থেকে আর্থিক সাহায‌্য পেতে পারেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মতবিরোধ বহুদূর পর্যন্ত গড়াতে পারে।

মীন

piscesকর্মক্ষেত্রে অত‌্যধিক ব‌্যস্ততার জন‌্য ব‌্যক্তিগত জীবনে সমস‌্যা তৈরি হতে পারে। খেলাধূলায় সন্তানের অসামান‌্য সাফল্যের জন‌্য নামী সংস্থায় চাকরির সুযোগ আসবে। ব‌্যবসায়ীদের ঋণ পরিশোধের ফলে সঞ্চয়ে ব‌্যাঘাত ঘটতে পারে। রাজনীতিবিদদের নিজ দলে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই সময় সড়কপথে ভ্রমণ না করাই শ্রেয়।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে