Advertisement
Advertisement
Horoscope

কঠোর পরিশ্রম ও শিবের কৃপা দৃষ্টি! শ্রাবণের আগেই উন্নতির শিখরে পৌঁছবেন এই ৬ রাশির জাতক

কোন কোন রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন?

Horoscope: People born under this zodiac sign will receive the grace of Lord Shiva
Published by: Subhankar Patra
  • Posted:July 5, 2025 5:07 pm
  • Updated:July 5, 2025 5:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রাবণ মাসের এখনও কিছুদিন বাকি আছে। তারপরই শুরু হবে দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণী মেলা থেকে পূর্ণিমার শুভ যোগে অনেক রাশির জাতর-জাতিকার ভাগ্যবদল হয়। তবে গ্রহ নক্ষত্রের বিচারে শ্রাবণের আগেই মহাদেবের কৃপা পেতে চলেছেন রাশি চক্রের শেষ ছয় রাশি।

Advertisement

তুলা রাশি: কঠোর পরিশ্রম করলে মহাদেবের কৃপা পাবেন তুলা রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক শক্তিশালী হবে। এই রাশির পড়ুয়ারা পড়াশোনায় সাফল্য লাভ করবে।

বৃশ্চিক রাশি: নিজের কাজ মন দিয়ে করলে মহাদেবের কৃপায় সাফল্য পাবে এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসার জন্য ভালো সময় আসতে চলেছে। তবে প্রেমের বিষয়ে কিছুটা সর্তক থাকুন। সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে।

ধনু রাশি: মহাদেবের কৃপায় অনেকদিন ধরে আটকে থাকা কাজ মিটে যেতে পারে। আয় ভালোই হবে। আত্মবিশ্বাস বাড়বে।

মকর রাশি: সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া জাতক-জাতিকারা সাফল্য পেতে পারেন। এই সময়কালে মহাদেবের কৃপা থাকবে এদের উপর। আর্থিক দিক ভালোই থাকবে।

কুম্ভ রাশি: এই সময়কালে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের পরিবারের সুখের সময় থাকবে। মহাদেবের কৃপা দৃষ্টি থাকবে। কাউকে টাকা দিয়ে ধার দিলে তা ফেরত পাবেন। নতুন ইন্টারভিউ দিলে সাফল্য পেতে পারেন। মহাদেবের কৃপায় স্বামী-স্ত্রীর সর্ম্পকের উন্নতি হবে।

মীন রাশি: প্রেমের দিক থেকে এই রাশির জাতক- জাতিকারা ভালো খবর পেতে পারেন। তবে যে কোনও ঝামেলা থেকে এড়িয়ে চলুন। পথ চলাচলে সাবধানী হন। মহাদেবের কৃপায় সার্বিক উন্নতি হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement