Advertisement
Advertisement
Horoscpoe

বৃহস্পতিবার তৈরি হচ্ছে গজলক্ষ্মী রাজযোগ, কর্মস্থানে উন্নতি-সহ ভাগ্য বদলে যাবে ৪ রাশির

বৃহস্পতি এবং শুক্রের মিলনের জন্য গজলক্ষ্মী রাজযোগ গঠিত হবে। যার ফলে বদলে যেতে পারে ৪ রাশির ভাগ্য।

Horoscpoe: Blessings of Goddess Lakshmi special improvement of four zodiac signs
Published by: Subhankar Patra
  • Posted:May 15, 2024 5:03 pm
  • Updated:May 15, 2024 5:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ বুধবার থেকে বাংলা ক্যালেন্ডার অনুসারে শুরু হয়েছে জৈষ্ঠ্য মাস। এই মাসে দেবী লক্ষ্মীর পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় বলেই মনে করেন জ্যোতিষ মহল। বাংলার দ্বিতীয় মাসের প্রথম বৃহস্পতিবার আগামী ১৯ তারিখে। এদিনই তৈরি হবে রাজযোগ। বৃহস্পতিবারেই শুক্র নিজের স্থান পরিবর্তন করে যাচ্ছে বৃষ রাশিতে। বৃহস্পতি এবং শুক্রের মিলনের জন্য গজলক্ষ্মী রাজযোগ গঠিত হবে। যার ফলে বদলে যাবে ৪ রাশির ভাগ্য।

মেষ (Aries): মে মাসের রাজযোগে উপকৃত হবে মেষ রাশি। মেষ রাশির জাতকদের জন্য মে মাসটি খুশির খবর বয়ে নিয়ে আসবে। দেবী লক্ষ্মীর কৃপায় সম্পদ বৃদ্ধি পাবে। অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে সাফল্য পেতে পারেন এই রাশির জাতক-জাতিকেরা। চাকরিতে পদোন্নতি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। ব্যবসা সম্প্রসারণের কথা ভাবলে এটা উপযুক্ত সময়। ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।

Advertisement

বৃষ (Taurus): মা লক্ষ্মীর আর্শীবাদে এই রাশির জাতক-জাতিকারা কর্মস্থানে ভালো করার সুযোগ পাবে। আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। পদন্নোতির সঙ্গে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই রাশির লোকেরা বিদেশ সফরে যেতে পারেন।

Advertisement

[আরও পড়ুন: ১২ থেকে ১৮ মে পর্যন্ত Horoscope: সপ্তাহ ভালো যাবে? না আর্থিক মন্দার যোগ? জেনে নিন রাশিফল]

সিংহ (Leo): এই রাশির জাতকদের মে মাসে কর্মজীবনে উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে। চাকরি ক্ষেত্রে অনেক সুবর্ণ সুযোগ পাওয়া যাবে। তা ঠিক করে কাজে লাগাতে পারলে নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনাকে। অফিসে এই জাতক-জাতিকারা কাজের প্রশংসা পাবেন। কেরিয়ার গ্রাফকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সেরা সময়।

ধনু (Sagittarius): উপরের তিনটি রাশির মতো ধনু রাশির জাতকদের কর্মক্ষেত্রের উন্নতির যোগ রয়েছে। কর্মজীবনের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে। অফিসে আপনার কাজের প্রংশসা করা হবে। কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তার প্রংশসা করা হবে। প্রতিপক্ষকে টেক্কা দিতে পারেন। ব্যবসার ক্ষেত্রে ভালো যোগ রয়েছে। নতুন কোনও চুক্তি হতে পারে।

[আরও পড়ুন: ১০০ বছর পর অক্ষয় তৃতীয়ায় কুম্ভ রাশিতে রাজযোগ, লক্ষ্মীর কৃপা থাকবে আর কাদের উপর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ