Advertisement
Advertisement

Breaking News

স্ক্রুটিনির পরই বদলে গেল উচ্চ মাধ্যমিকের মেধাতালিকা, প্রথম দশে আরও ৪

নম্বর বাড়ল ছয় হাজার পরীক্ষার্থীর।

WB Higher Secondary exams merit list changes after review
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2018 6:52 pm
  • Updated:July 20, 2018 4:06 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফলপ্রকাশের পর দেড়মাস পার। বদলে গেল উচ্চ মাধ্যমিকের মেধাতালিকা। প্রথম দশে স্থান পেল আরও ৪ জন পড়ুয়া। মেধাতালিকায় স্থান পালটে গেল ৫ পড়ুয়ার। ঘটনায় বেজায় ক্ষুদ্ধ উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান মহুয়া দাস। উচ্চ মাধ্যমিকের পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের তলব করেছেন তিনি।

[প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, এবার প্রথম জলপাইগুড়ির গ্রন্থন সেনগুপ্ত]

Advertisement

কিন্তু, কী করে এমনটা হল?  চলতি বছর এ রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল কয়েক লক্ষ পড়ুয়া। ৮ জুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফল ঘোষণা করে সংসদ। রীতিমাফিক মেধাতালিকাও প্রকাশ করা হয়। প্রথম হয় জলপাইগুড়ি জেলা স্কুলের গ্রন্থন সেনগুপ্ত। পাসের হার ছিল ৮৩.৭৫ শতাংশ। উচ্চ মাধ্যমিকের এই ঘোষিত ফলই কিন্তু চূড়ান্ত নয়। পড়ুয়ারা চাইলে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য সংসদের কাছে আবেদন করতে পারে। প্রতিবছর এরকম আবেদন সংসদে জমাও পড়ে। জানা গিয়েছে, এ বছর সংসদের কাছে পুণর্মূল্যায়ণের আবেদন করেছিল প্রায় ৪৫ হাজার পরীক্ষার্থী। রিভিউ ও স্ক্রুটিনির পর, নম্বর বেড়েছে ছয় হাজার পড়ুয়ার। কেউ কেউ ১০ থেকে ১৫ নম্বর পর্যন্ত বেশি পেয়েছে। আর তাতেই ঘটে গেল নজিরবিহীন ঘটনা। ফল প্রকাশের দেড়মাস পর, ফের নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হল সংসদকে। বৃহস্পতিবার সংশোধিত মেধাতালিকা প্রকাশ করলেন সংসদের চেয়ারম্যান মহুয়া দাস। প্রথম দশে স্থান পেয়েছেন আরও ৪ জন পড়ুয়ারা। এমনকী, আগের মেধাতালিকায় নাম ছিল, এমন ৫ জনের স্থানও পালটে গিয়েছে। এই ঘটনায় ক্ষুদ্ধ সংসদের সভাপতি। পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের তলব করেছেন তিনি।

Advertisement

এদিকে মেধাতালিকা রদবদলের ঘটনায় উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে গিয়েছে। বিস্মিত শিক্ষামহল। তাঁদের বক্তব্য, উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের মতো পরীক্ষায় পুনর্মূল্যায়নের আবেদন নতুন কোনও ঘটনা নয়। বহুক্ষেত্রে পড়ুয়ার নম্বর কমেও যায়। কিন্তু, এবার কারও নম্বর তো কমেইনি, উলটে মেধাতালিকায় ঢুকে পড়ল আর ৪ জন পড়ুয়া! কীভাবে এই নজিরবিহীন ঘটনা ঘটল?  তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

[প্রতিবন্ধী ছাত্রকে শিক্ষকের মারধর, কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ