Advertisement
Advertisement

জরুরি অবস্থার ইতিবৃত্ত এবার সিলেবাসেও, ইঙ্গিত প্রকাশ জাভড়েকরের

কেন জরুরি অবস্থা ছিল দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম, পড়ুয়াদের বোঝাতে চায় কেন্দ্র।

We will include the whole story of Emergency in the curriculum:Prakash Javadekar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 26, 2018 6:16 pm
  • Updated:June 26, 2018 6:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দিরা আমলের জরুরি অবস্থাকে এবার পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত কেন্দ্রের। দেশের আগামী প্রজন্মকে সেই সময়ের ঘটনা বিশদে জানাতেই এই ভাবনা। সম্প্রতি সে ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের।

[  এলআইসি-র ব্যাঙ্ক অধিগ্রহণ নিয়ে বিতর্ক, প্রশ্নের মুখে কেন্দ্রের নীতি ]

Advertisement

সোমবারই ৪৩-এ পা দিয়েছিল জরুরি অবস্থা। এখন সবই ইতিহাস। তবে সে ইতিহাস যাঁরা চাক্ষুষ করেছিলেন তাঁরা এখনও আছেন। এখনও স্মৃতিতে ভেসে ওঠে সেইসব দমবন্ধ করা দিনের কথা। কোনও গণতন্ত্রের পক্ষেই জরুরি অবস্থা স্বাস্থ্যকর নয়। তবে কেন সেদিন ইন্দিরা গান্ধী তা করেছিলেন, তার যুক্তিও আছে। কোনও কোনও ইতিহাসবিদ সে প্রসঙ্গ ব্যাখ্যা করেন। আবার এর রাজনৈতিক দিকও আছে। কংগ্রেসবিরোধীরা যেমন একবাক্যে বলে ওঠেন, স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতেই সেদিন গণতন্ত্রকে কালিমালিপ্ত করেছিলেন ইন্দিরা। এ চাপানউতোর দীর্ঘদিনের। তবে গতকাল দেখা গেল এক নয়া পন্থা। কংগ্রেসকে কোণঠাসা করতে বিজেপির হাতিয়ার ছিল এই জরুরি অবস্থা। দিনটিকে ‘কালা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় শাসক দল। দিনভর দেখা গেল, একে একে বিজেপি নেতা-মন্ত্রীরা জরুরি অবস্থার খারাপ দিকগুলো তুলে ধরছেন। এমনকী অরুণ জেটলি তো ইন্দিরাকে হিটলারের থেকেও ভয়ানক তকমা দিয়ে বসেছেন। বিজেপি নেতাদের মত, দেশ মানে ভারতমাতা। অথচ সেদিন স্লোগান ছিল ইন্দিরা ও ইন্ডিয়া এক। সেই স্লোগানের জন্য আজও ক্ষমা চায়নি কংগ্রেস। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত ছিল, জরুরি অবস্থাকে হাতিয়ার করেই কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানাতে তৈরি শাসক দল। কারণ অনেক সময়ই বিরোধীরা মোদির শাসনকালকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেন। তাই তেল-জলের পার্থক্য বোঝাতে কোমর বেঁধে নেমেছিল গেরুয়া শিবির।

Advertisement

[  নারীসুরক্ষায় আফগানিস্তান-সিরিয়ার থেকেও পিছিয়ে ভারত, দাবি সমীক্ষায় ]

দিন ফুরিয়েছে। তবে পরিকল্পনা ফুরোয়নি। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর সরাসরি জানিয়ে দিলেন, এবার পাঠ্যক্রমেও জরুরি অবস্থা তুলে আনার ভাবনা আছে তাঁদের। কারণ আগামিদিনের শিশুরা জানুক যে কেন জরুরি অবস্থা জারি করা হয়েছিল। কেনইবা সেই সময়কে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম হিসেবে উল্লেখ করা হয়।

তবে এ নিয়ে পালটা রাজীতির গন্ধ পাচ্ছেন অনেকেই। যদি ইন্দিরা রাজনৈতিক স্বার্থে জরুরি অবস্থা জারি করেন, তবে তা সিলেবাসে ফিরিয়ে এনে পালটা রাজনৈতিক স্বার্থই পূরণ করতে চাইছে বিজেপি, মত অনেকেরই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ