Advertisement
Advertisement

বোহেমিয়ান মনের স্বপ্নের ঠিকানা বরফের সাম্রাজ্যে এই আস্তানা

চাক্ষুষ দেখার আক্ষেপ ভুলে স্বপ্নের এই ঠিকানায় ‘ভার্চুয়াল ট্যুর’টা এক ক্লিকেই সেরে নিন৷

This is Antarctica’s only hotel and it’s a breathtaking Paradise
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 25, 2016 8:01 pm
  • Updated:October 25, 2016 9:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোহেমিয়ান মন কোনও বাধার তোয়াক্কা করে না৷ ইচ্ছের কোনও সীমানা নেই বটে, তবে সাধ্যের আছে৷ তা বলে কী যাযাবর মন স্বপ্ন দেখা ছেড়ে দেবে? মোটেও না স্বপ্নের বিশ্বাস নেই, কবে বাস্তব হয়ে যায়, কে জানে? আসুন তবে আজকে আপনাকে তেমনই এক স্বপ্নের পৃথিবীতে নিয়ে চলি, যা বাস্তবের স্বর্গে পরিণত হয়েছে৷ আন্টার্টিকার ২০০ ফুট বরফের সাম্রাজ্যের মাঝে অবস্থিত এই ছোট্ট একটুকরো রাজপ্রাসাদ, হুইচওয়ে ক্যাম্প৷

816512747

Advertisement

নতুন কিছু করার তাগিদেই ২০০২ সালে এই ক্যাম্প তৈরি করেন প্যাট্রিক উডহেড৷ এখন হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে তিনিই সব ব্যবস্থাপনা দেখেন৷ পৃথিবীর দক্ষিণতম প্রান্তের এই আদিম সৌন্দর্যের সাক্ষী হতে গেলে একজনের আটদিনের জন্য লাগবে ৪৬,৭৫,২৯৬ টাকা৷713949498

Advertisement

হ্যাঁ, আমার-আপনার মতো সাধারণ মধ্যবিত্ত বাঙালির পক্ষে এই মূল্য চোকানো সম্ভব হয়তো নয়৷ তবে ‘অ্যাকচুয়াল’-এর অক্ষমতাকে সামলে রেখে, ‘ভার্চুয়াল’ ভ্রমণ তো করাই যেতে পারে৷ তবে চলুন বিলাসবহুল ‘হুইচওয়ে’র অন্দরমহলে৷

ক্যাম্পে মোট ছ’টি ‘ইগলু’র আদলে তৈরি কেবিন রয়েছে৷ আর রয়েছে এই এই কমন ডাইনিং রুম৷ যেখানে মিলবে খানাপিনার ভরপুর সম্ভার৷

64844464

এই পশ লাউঞ্জ অবশ্য শুধুমাত্র পর্যটকদের ব্যক্তিগত ব্যবহারের জন্য৷ কৃত্রিম হিটারে নরম সোফায় সেধিয়ে গিয়ে যেখানে সাদা বরফের মাঝে নীল আকাশের তারাদের সঙ্গে আলাপ জমাতে পারবেন৷

516584959

রয়েছে বিশেষ ভাবে ডিজাইন এই ছিমছাম বেডরুম৷ যেখানে আপনি শুধুই আপনার৷

606293771

প্রত্যেক কেবিনে রয়েছে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি অ্যাটাচড বাথরুম৷

768874027

মাত্র আড়াই ঘণ্টার উড়ানে পৌঁছে যেতে পারেন পেঙ্গুইনদের এলাকায়৷ ভালবেসে সকলকেই আপন করে নেয় এই প্রাণীরা৷

156237773

অভিযানের নেশা থাকলে চলে যান সাদা মরুভূমিতে ‘স্কি’ করতে৷ চাইলে ‘আইস ক্লাইম্বিং’ও করতে পারেন৷

525540412

এত আয়োজনেও পরিবেশ সচেতন মানুষদের চিন্তার কোনও কারণ নেই৷ পরিবেশের কোনও ক্ষতি না করেই গড়ে উঠেছে বরফের সাম্রাজ্যে মানুষের রাজপ্রাসাদ৷ পুরোটাই চলে সৌর ও বায়ু শক্তির দ্বারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ