Advertisement
Advertisement

Breaking News

Digha

গ্রীষ্মের ছুটিতে দিঘা যাওয়ার পরিকল্পনা? চলবে ‘সামার স্পেশাল’ ট্রেন

জেনে নিন কবে, কোথা থেকে পাবেন সামার স্পেশাল ট্রেনগুলি।

Indian railway to introduce summer special train for Digha

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:April 19, 2024 9:14 pm
  • Updated:April 19, 2024 9:14 pm

সুব্রত বিশ্বাস: কথায় বলে, বাঙালির পায়ের তলায় সরষে। অল্প দিনের ছুটি পেলেই বাক্সপ্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়াই তাঁর অভ্যাস। কম সময়ের ছুটিতে বাঙালির গন্তব্য দিঘা-পুরী কিংবা দার্জিলিং। যাকে বলে ‘দিপুদা’। ভ্রমণপিপাসুদের কথা মাথায় রেখে বিশেষ বন্দোবস্ত রেলের। চালু হতে চলেছে দিঘামুখী সামার স্পেশাল ট্রেন।

রেল সূত্রে খবর, সাঁতরাগাছি থেকে দিঘা আবার দিঘা থেকে সাঁতরাগাছি সামার স্পেশাল এক্সপ্রেস চালু করা হবে। ০২৮৯৭ সাঁতরাগাছি দিঘা সামার স্পেশাল এক্সপ্রেস প্রতি রবিবার সকাল ৮টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে। হাওড়ার উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, কাঁথি স্টেশন হয়ে দিঘা পৌঁছবে সকাল ১১টা ৫৫ মিনিটে। অন্যদিকে, ০২৮৪৭ সাঁতরাগাছি দিঘা সামার স্পেশাল প্রতি শনিবার সাঁতরাগাছি থেকে ছাড়বে। সকাল ৯টা ১০ মিনিটে ছাড়বে ট্রেনটি। একই রুটে দিঘা পৌঁছবে দুপুর ১২টা ৪৫ মিনিটে। ফিরতি পথে একই রুটে দিঘা থেকে ট্রেনটি সাঁতরাগাছি ফিরবে।

Advertisement

[আরও পড়ুন: বিজেপি নেতাকে গ্রেপ্তারিতে ‘ইন্ধন’, ভেটাগুড়িতে রণংদেহী মহিলাদের বিক্ষোভের মুখে উদয়ন]

এছাড়া মালদহ টাউন-দিঘা পর্যন্ত একজোড়া সামার স্পেশাল ট্রেন চলবে। এই ট্রেনটির শনিবার দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ মালদহ টাউন থেকে ছাড়বে। বীরভূমের রামপুরহাট, সাঁইথিয়া, অণ্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, তমলুক, কাঁথি হয়ে দিঘা পৌঁছবে। দিঘা পৌঁছতে পৌঁছতে পরের দিন ভোর চারটে বাজবে। ফিরতি পথে একই রুটে ট্রেনটি চলবে। ট্রেনটি বিভিন্ন জেলার উপর দিয়ে যাবে। প্রতি বছরই দিঘায় গ্রীষ্মের ছুটিতে রেকর্ড সংখ্যক পর্যটক ভিড় জমান। এই ট্রেনগুলির ফলে চলতি বছর দিঘায় পর্যটকের ভিড় আরও বাড়বে বলেই আশা। তার ফলে স্বাভাবিকভাবে লক্ষ্মীলাভ বাড়বে হোটেল ব্যবসায়ী-সহ পর্যটন ব্যবসায় যুক্তদের। 

Advertisement

[আরও পড়ুন: মে মাসের শুরুতেই মাধ্যমিকের ফলপ্রকাশ, প্রস্তুত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ