Advertisement
Advertisement

বিজয় দিবসের ২৫ বছর পূর্তিতে কার্গিলে প্রধানমন্ত্রী, দিল্লিতে শহিদ স্মরণ রাজনাথের

এ বছর ঐতিহাসিক কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্ণ হল। ঐতিহাসিক দিনে সেনার শহিদদের শ্রদ্ধা জানাতে কার্গিলের দ্রাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১৯৯৯ সালের ২৬ জুলাই ভারতীয় সেনার জন্য ঐতিহাসিক কার্গিল বিজয় দিবস। পাক সেনাকে চূর্ণ করে কার্গিলে ইতিহাস তৈরির দিন।

এ বছর ঐতিহাসিক কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্ণ হল। ঐতিহাসিক দিনে সেনার শহিদদের শ্রদ্ধা জানাতে কার্গিলের দ্রাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কার্গিলে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে দ্রাসে ওয়্যার মেমোরিয়ালে যান প্রধানমন্ত্রী। মোদি বললেন, "বিজয় দিবসের ২৫ বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আরও একবার মনে করিয়ে দিতে চাই, সেনা জওয়ানদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিজয় দিবসে দিল্লির ওয়্যার মেমোরিয়ালেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

বিশ্বের সবথেকে উঁচু স্থানে হওয়া যুদ্ধগুলির মধ্যে অন্যতম কার্গিল যুদ্ধ (Kargil War)। সরকারি সূত্রের খবর অনুযায়ী, এই লড়াইয়ে ভারতের অন্তত ৫৩৭ জন জওয়ান শহিদ হন। আহত হন প্রায় ১ হাজার ৩৬৩ জন জওয়ান।

পাকিস্তানের দাবি অনুযায়ী, কার্গিল যুদ্ধে সে দেশের ৩৫৭ জন সৈনিকের মৃত্যু হয়েছিল। কিন্তু ভারতীয় সেনার তদন্তে অন্য তথ্য উঠে এসেছিল। জানা যায়, সেই যুদ্ধে প্রতিবেশী দেশের তিন হাজারেরও বেশি সেনা প্রাণ হারিয়েছিলেন।

প্রায় দু’লক্ষ সেনার উপর ‘অপারেশন বিজয়’-এর দায়িত্ব দেওয়া হয়েছিল। কার্গিলে মোতায়েন ছিলেন প্রায় ৩০,০০০ ভারতীয় জওয়ান। সে সময়ের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নাকি কার্গিল যুদ্ধের ব্যর্থতা স্বীকার করে নিয়েছিলেন।