Advertisement
Advertisement
Lifestyle News

বয়স চল্লিশ পেরিয়েছে, জীবনে নতুন প্রেম এসেছে? রইল সম্পর্ক টিকিয়ে রাখার ৬ টিপস

৪ নম্বর পয়েন্ট অবশ্যই মেনে চলুন।

6 important tips for dating after 40| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 25, 2023 4:56 pm
  • Updated:November 25, 2023 5:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসন্ত আসবে যখন তখন, ফুল ফুটবেই যেকোনও সময়। হ্যাঁ, এখানে বসন্ত মানে মনের। অর্থাৎ প্রেম, প্রেম ভাব। ভাবছেন, চল্লিশে চালশে হয়ে গিয়ে প্রেম যদি আসে জীবনে, তাহলে কী করবেন? প্রথমেই থাকুন একটু সচেতন। কীভাবে? রইল টিপস। 

১) প্রথমেই দুজনে সময় নিন। প্রেমে হাবুডুবু খাওয়ার আগে নিজেদের চিনুন। প্রয়োজনে কথা বলুন নানা বিষয় নিয়ে।

Advertisement
Youth in disguise of a girl took Rs 2 lakh from an elderly man in Kolkata
ছবি: প্রতীকী

২) প্রথমেই পরিষ্কার করে দিন, ডেটিং ডেটিং খেলার আর বয়স আপনার নেই। আপনি চান দীর্ঘস্থায়ী সম্পর্ক। উদ্দেশ্য স্পষ্ট করলে তবেই দেখবেন সম্পর্ক টিকে থাকবে।
৩) যদি আলাপ করে বা সময় কাটিয়ে পছন্দ না হয়, তাহলে একেবারেই ইমোশনালি জরাবেন না। কারণ, আপনি হয়তো সহজে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু অপরজন সেটা নাও পারতে পারে।

Advertisement

[আরও পড়ুন: সুখের মোবাইল কখন হয় অসুখের কারণ? জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক]

৪) নিজের পছন্দ ও অপছন্দের কথা স্পষ্ট করে দিন। তাহলে সম্পর্ক এগোবে সহজেই।
৫) অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন। নিজের চেহারা এবং মেন্টাল হেলথকে গুরুত্ব দিন। তাহলে দেখবেন সুস্থ একটা সম্পর্ক এগিয়ে চলবে।

Kolkata's minimum temperature drop almost 5 degree
ছবি: প্রতীকী

৬) বিয়ের প্ল্যান ছকে নিন। সঙ্গীকে জানান আপনার ভবিষ্যত প্ল্যান কী। সঙ্গীর সঙ্গে আলোচনা করে তবেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। দেখবেন এভাবেই তৈরি হবে একটা মিষ্টি সম্পর্ক।

[আরও পড়ুন: যৌন জীবন একঘেয়ে? নতুন ৪ কৌশলে আগুন জ্বালান ফিকে হওয়া আদরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ