Advertisement
Advertisement
IND vs BAN Suryakumar Yadav Team India

Suryakumar Yadav: চাপের মুখে ফের ব্যর্থ, সূর্যর ব্যাটিং দেখে বিরক্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার

সূর্যর ব্যাটিং উঠে গেল প্রশ্ন।

Asia Cup 2023, IND vs BAN: Suryakumar Yadav batting was strange, says Deep Dasgupta। Sangbad Pratidin

চাপের মুখে এভাবেই বোল্ড হয়েছিলেন সূর্য কুমার যাদব। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 16, 2023 12:42 pm
  • Updated:September 16, 2023 12:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার একদিনের ক্রিকেটে ব্যর্থ সূর্য কুমার যাদব (Suryakumar Yadav)। চাপের মুখে আবার পারফর্ম করতে পারলেন না টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষে থাকা টিম ইন্ডিয়ার (Team India) তারকা ব্যাটার। শুভমান গিল (Shubhman Gill) তখন শতরান করে মেজাজে সঙ্গে ব্যাট করছেন। ঠিক এমন সময় ৩২.৪ ওভারে শাকিব আল হাসানকে (Shakib Al Hasan) সুইপ করতে গেলে বোল্ড হয়ে যান সূর্য। ৩৪ বলে ২৬ রান আউট হয়ে তাঁকে সাজঘরে ফিরতে হয়। স্বভাবতই সূর্যর আউট হওয়ার এমন ধরণ দেখে বিরক্ত এবং অবাক দীপ দাশগুপ্ত (Deep Dasgupta) ও ম্যাথু হেডেন (Matthew Hayden)। কারণ সেটাই হয়ে যায় ম্যাচ হারের অন্যতম টার্নিং পয়েন্ট। ভারতীয় দল চলতি এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে চলে গেলেও, টাইগার্সদের বিরুদ্ধে ৬ রানে হার কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিয়ে গেল।

ম্যাচের শেষে আলোচনা করার সময় ভারতের প্রাক্তন উইকেটকিপার দীপ বলেন, “মাঝেমধ্যে সূর্যর ব্যাটিং আমাকে অবাক করে দেয়। সূর্য কি শুধু সুইপ শট খেলতে পারে? ও তো স্পিনের বিরুদ্ধে খুব ভালো ব্যাট করে। জানি একদিনের ক্রিকেটে সূর্য ধারাবাহিক ভাবে পারফর্ম করতে পারছে না। তবে যে ডেলিভারিতে সূর্য আউট হল সেটা আউট হওয়ার বল মোটেও ছিল না। শাকিবের সেই ডেলিভারিকে এক্সট্রা কভার, মিড অফের উপর দিয়েও মেরে দেওয়া যেত। কিন্তু সূর্য সেটা করল না। আর তাই ওর ব্যাটিং আমার অদ্ভুত লাগল।”

Advertisement

[আরও পড়ুন: ‘আমার ভুলেই বিশ্রি হার’, সত্যিটা মেনে নিলেন শুভমান]

দীপ ভারতের তারকা ব্যাটারের আউট হওয়ার ধরণ নিয়ে ক্ষুব্ধ হলেও, ম্যাথু হেডেন কিন্তু সূর্যকে কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার বলেন, “সূর্যকে এভাবে কাঠগড়ায় দাঁড় করাতে আমি রাজি নই। কারণ আমি একটা সময় এভাবেই বছরের পর বছর ধরে দলের বাইরে থেকেছি। একদিনের ক্রিকেটে রান না পেয়েই সূর্য এতটা মরিয়া হয়ে আছে।”

Advertisement

২০২০ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেকের পর থেকে দারুণ ছন্দে রয়েছেন সূর্য। ৫৩টি ম্যাচে তাঁর রান ১৮৪১। গড় ৪৬.০২। স্ট্রাইক রেট ১৭২.৭০। সঙ্গে রয়েছে ৩টি শতরান ও ১৫টি অর্ধ শতরান। তবে ৫০ ওভারের ফরম্যাটে এখনও উত্তাপ ছড়াতে পারেননি এই মুম্বইকর। ২৭টি ম্যাচে তাঁর রান ৫৩৭। গড় ২৪.৪০। স্ট্রাইক রেট ৯৯.৮১। ঝুলিতে মাত্র দুটি অর্ধ শতরান। তবুও মারকুটে সূর্যের জনপ্রিয়তা তুঙ্গে। এশিয়া কাপে তেমন সুযোগ পাননি। এহেন সূর্য কি বিশ্বকাপে ম্যাচ খেলার সুযোগ পাবেন? সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

[আরও পড়ুন: নাসিম শাহকে ছাড়াই ভারতের বিরুদ্ধে নামতে হবে! বড় আপডেট দিলেন বাবর আজম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ