Advertisement
Advertisement

Breaking News

2 among suspect list of Bangabazar fire incident

সূত্র ভাইরাল ভিডিও, ঢাকার বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে তদন্তকারীদের সন্দেহের তালিকায় ২ যুবক

তদন্তকারীরা মনে করছেন, অগ্নিকাণ্ডে দু'জনের যোগ থাকতে পারে।

2 among suspect list of Bangabazar fire incident । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 8, 2023 3:36 pm
  • Updated:April 8, 2023 3:36 pm

সুকুমার সরকার, ঢাকা: দুর্ঘটনা নাকি পরিকল্পনামাফিক আগুন লাগানো হয় ঢাকার বঙ্গবাজারে? এখনও কোনও স্পষ্ট কারণ খুঁজে পাননি তদন্তকারীরা। তবে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে দুই যুবককে। তাদের পালিয়ে যাওয়ার সময় এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত প্রায় একই সময়ে। তাই মনে করা হচ্ছে, অগ্নিকাণ্ডে দু’জনের যোগ থাকতে পারে।

পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ যুগান্তরকে বলেন, “যে দুই যুবকের ভিডিও ভাইরাল হয়েছে তাদের আমরা খুঁজছি।” ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং কাউন্টার টেরোরিজম ইউনিটও কাজ করছে। একটি গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ের আধিকারিক বলেন, “ওই দুই যুবকের পালিয়ে যাওয়ার দৃশ্য এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত একই সময়ে। তাই আমরা ধারণা করছি অগ্নিকাণ্ডের নেপথ্যে ওই দুই যুবকের হাত থাকতে পারে। তাদের আটক করতে পারলেই প্রকৃত রহস্য বের করা সম্ভব হবে।” পুলিশের আইজি চৌধুরি আব্দুল্লাহ জানান, এই অগ্নিকাণ্ডের নেপথ্যে কোনও নাশকতা আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ডিবি রমনা বিভাগের উপকমিশনার হুমায়ুন কবীর বলেন, “দুই যুবকের বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলতে পারছি না।”

Advertisement

[আরও পড়ুন: সতীর্থ থেকে আত্মীয়, শিশিরের মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অলোকের ছেলে]

এদিকে, বঙ্গবাজারে অগ্নিকাণ্ড আসলে পরিকল্পিত নাশকতা বলেও অভিযোগ অনেকের। তবে শাসকদল আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড ঘটিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডে কোনও সংস্থার গাফিলতি রয়েছে কিনা, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যদি কেউ অগ্নিকাণ্ডে যুক্ত থাকে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরি আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, “বঙ্গবাজারের আগুনের সময় দমকলের সদর দপ্তরে হামলার ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” ইতিমধ্যে এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: শক্তিগড় শুটআউট: খুন হতে পারেন, আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন কয়লা মাফিয়া রাজু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ