Advertisement
Advertisement
Bangladesh

আসন রফায় সিলমোহর! ‘ক্ষুব্ধ’ জাতীয় পার্টির জন্য ২৬ আসন ছাড়ল আওয়ামি লিগ

শরিক দলগুলোকে আরও কাছে টানল আওয়ামি লিগ।

Awami League gives up 26 seats to Jatiya Party | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:December 18, 2023 1:48 pm
  • Updated:December 18, 2023 3:39 pm

সুকুমার সরকার, ঢাকা: ভোটের উত্তাপে ফুটছে বাংলাদেশ। বিএনপি-জামাত শিবিরের তাণ্ডবে থেকে থেকেই জ্বলে উঠছে হিংসার আগুন। এই প্রেক্ষাপটে শরিক দলগুলোকে আরও কাছে টানল আওয়ামি লিগ। তাদের ৩২টি আসন ছাড়ল শাসকদল। এর মধ্যে ২৬টি আসন ছাড়া হয়েছে আসন বণ্টন ইস্যুতে ‘ক্ষুব্ধ’ জাতীয় পার্টির জন্য।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতবারের শরিক দল জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়েছে আওয়ামি লিগ। একইসঙ্গে ১৪ দলের জোটের অন্যদের জন্য ৬টি আসন ছেড়ে দিয়েছে শাসকদল। ফলে এবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৬৩ আসনে ভোটের লড়াইয়ে নামল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামি লিগ। দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। বলে রাখা ভাল, তদারকি সরকারের দাবিতে এবারও নির্বাচন বয়কট করেছে খালেদা জিয়ার দল ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি’ বা বিএনপি। জামাতের সঙ্গে মিলে অবরোধ-হরতালে হিংসা ছড়াচ্ছে তারা।

Advertisement

[আরও পড়ুন: ‘যুদ্ধ করেই জিতব’, নির্বাচনী ময়দানে হুঙ্কার মাহিয়া মাহির, ভোট থেকে সরলেন হিরো আলম]

উল্লেখ্য, শাসকদল আওয়ামি লিগের সঙ্গে দর কষাকষির পর এককভাবে ২৮৩ আসনে লড়াইয়ের সিদ্ধান্ত ঘোষণা করেছিল জাতীয় পার্টি। শেষ পাওয়া তথ্য মোতাবেক, আওয়ামির ২৬টি আসনে লাঙল প্রতীকে ভোটে লড়বে প্রয়াত সেনাশাসক এরশাদের দল।

Advertisement

এদিকে, নির্বাচনে প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিনে রবিবার সরে দাঁড়িয়েছেন ৩৪৭ জন। ফলে ৩০০ আসনের মধ্যে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ জন। রবিবার (১৭ ডিসেম্বর) রাতে গোটা দেশের রিটার্নিং আধিকারিকদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মহম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “জাকের পার্টির সব প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় ভোটে অংশগ্রহণকারী দলের সংখ্যা দাঁড়াল ২৭টি। আমরা আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে।”

[আরও পড়ুন: ভারত থেকে বন্ধ রপ্তানি, বাংলাদেশে ডবল সেঞ্চুরি হাঁকাল পিঁয়াজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ