Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

বাংলাদেশের সরষে খেতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকে তাক লাগালেন কৃষক!

মাঠ দেখতে প্রতিদিন ভিড় করছে জনতা।

Bangladesh farmer pays tribute to Mujibur Rehman | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:December 14, 2020 7:06 pm
  • Updated:December 14, 2020 7:06 pm

সুকুমার সরকার, ঢাকা: বঙ্গবন্ধুর প্রতি অগাধ ভালবাসা দেখিয়ে ময়মনসিংহে এক কৃষক নিজের চাষ করা ফসলের মাঠে জাতির জনকের প্রতিকৃতি ফুটিয়ে তুলে শ্রদ্ধাপ্রকাশ করেছেন। শুধু বঙ্গবন্ধুর প্রতিকৃতি নয়, স্মৃতিসৌধ, নৌকা, শাপলা ও মুজিব শতবর্ষও এঁকেছেন কৃষক আবদুল কাদির।

[আরও পড়ুন: ফের ঢাকা বিমানবন্দরে মিলল বড়সড় বোমা, মুক্তিযুদ্ধের সময়কার অস্ত্র বলে অনুমান]

এহেন প্রয়াসে অন্যরকম সৌন্দর্যময় এই ফসলের মাঠ দেখতে প্রতিদিন ভিড় করছেন মানুষ। সম্প্রতি আবদুল কাদির মুজিববর্ষ উপলক্ষে ঈশ্বরগঞ্জে নিজের জমিতে লাল শাক ও সরষে খেতের মধ্যে এই প্রতিকৃতি আঁকেন। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তা আলোচনায় এসেছে। ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়া খালবলা গ্রামের তারা মিয়ার ছেলে আবদুল কাদির গত বছরও প্রতিকৃতি এঁকেছিলেন। স্ত্রীর প্রতি ভালবাসায় ফসলের মাঠকে ‘ভালবাসার জমি’ বানিয়েছিলেন তিনি। গত ১ ডিসেম্বর নিজের ৩৩ শতক জমিতে পাড়া খালবলা বন্ধুমহল ক্লাবের সদস্যদের নিয়ে আবদুল কাদির এঁকেছেন বঙ্গবন্ধু, স্মৃতিসৌধ আর নৌকার এমন অনন্য শিল্পকর্ম। দিন যত যাচ্ছে, চারা বড় হওয়ার সঙ্গে চিত্রটিও ফুটে উঠছে আরও।

Advertisement

এই বিষয়ে কৃষক আবদুল কাদির বলেন, “বছরের অন্য সময় জমি চাষ করে আর্থিকভাবে লাভবান হই। এ সময়টায় জাতির পিতার চেতনা সবার মধ্যে ছড়িয়ে দিতে ভিন্ন কিছু করেছি। এটি করে ফসল দিয়ে তার আর্থিক লাভ না হলেও মানসিক তৃপ্তি রয়েছে।” পাড়া খালবলা বন্ধু মহল ক্লাবের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম সোহেল বলেন, মুজিববর্ষে বঙ্গবন্ধুর চেতনা আগামী প্রজন্মরে মধ্যে ছড়িয়ে দিতে এটি করা হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, কৃষক আবদুল কাদির বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা ও সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ফসলের মাঠে। তিনি আর্থিক লাভবান না হলেও দূর-দূরান্ত থেকে লোকজনের শৈল্পিক কাজটি দেখতে আসার মধ্যে তৃপ্তি পাচ্ছেন।

Advertisement

[আরও পড়ুন: মুজিববর্ষে অনন্য নজির, বঙ্গবন্ধুর নামে পুরস্কার দেবে UNESCO]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ