১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

বাংলাদেশে পালিত বিজয় দিবস, শহিদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী হাসিনার

Published by: Monishankar Choudhury |    Posted: December 16, 2022 2:14 pm|    Updated: December 16, 2022 4:13 pm

Bangladesh PM Hasina pays homage to martyrs on Vijay Diwas | Sangbad Pratidin

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশ জুড়ে পালিত হচ্ছে গৌরবের ও আত্মত্যাগের বিজয় দিবস। শুক্রবার পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াইয়ে শহিদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর আত্মত্যাগীদের গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সাভারে মাল্যদানের পর প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এই সময় বাংলাদেশ স্থলসেনা, নৌসেনা ও বায়ুসেনার একটি যৌথদল রাষ্ট্রীয় স্যালুট জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে আওয়ামি লিগের সভাপতি শেখ হাসিনা (Sheikh Hasina) দলের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন। সঙ্গে ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা। প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে রাখা পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। পরে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

[আরও পড়ুন: রোহিঙ্গাদের আশ্রয় দেবে জাপান! জল্পনা উসকে দিলেন টোকিওর দূত]

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী হাসিনা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতির বেদিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা।

উল্লেখ্য, আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালির চিরদিনের গৌরব, অসম সাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আজ। ১৯৭১ সালের এই দিন দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের শেষে ভারতের মদতে বিজয় ছিনিয়ে এনেছিল। ঢাকায় ভারতীয় সেনার কাছে পাকিস্তানি হানাদার বর্বর ঘাতক সেনাবাহিনী অবনত মস্তকে অস্ত্র নামিয়ে রেখে গ্লানিময় আত্মসমর্পণে বাধ্য হয়েছিল।  ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ঘটা সেই অধ্যায় আজও পাকিস্তান ভুলতে পারেনি।

[আরও পড়ুন: ‘আন্দোলনের প্রথম ধাপ’, স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দাবি ৫ বিএনপি সাংসদের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে