Advertisement
Advertisement
Sheikh Hasina

বোন রেহানাকে চুমু খেয়ে শপথ হাসিনার, বিদেশমন্ত্রী ‘কলকাতা-বন্ধু’ হাসান মাহমুদ

বিদেশমন্ত্রী আবদুল মোমেনকে বাদ দিয়ে হাসান মাহমুদকে আনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Bangladesh PM Sheikh Hasina takes oath at Bangabhaban, Dhaka | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 11, 2024 8:40 pm
  • Updated:January 11, 2024 8:47 pm

কৃষ্ণকুমার দাস ও সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে (Bangladesh) ফের শুরু হাসিনা-অধ্যায়। বৃহস্পতিবার বাংলাদেশের স্থানীয় সময় সন্ধে ৭টা ৫ নাগাদ প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের জন্য শপথ নেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা (Sheikh Hasina)। এদিন বোন রেহানাকে চুমু খেয়ে শপথমঞ্চে ওঠেন তিনি। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে বসেন প্রধানমন্ত্রীর কুরসিতে। প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন শপথ নিলেন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে, এতদিন সে দেশের বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলে আসা আবদুল মোমেন এবার বাদ পড়লেন। তাঁর জায়গায় বিদেশমন্ত্রী হলেন ‘কলকাতা-বন্ধু’ বলে পরিচিত প্রাক্তন তথ্য-সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। তাঁর সঙ্গে কলকাতার সাংস্কৃতিক মহলের সম্পর্ক অত্যন্ত নিবিড়।

এদিন সন্ধে ৬টা ৫০ নাগাদ সর্বসময়ের ছায়াসঙ্গী, বোন রেহানাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে পৌঁছন হাসিনা। তাঁকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি। বোনকে পাশে নিয়েই শপথমঞ্চে বসেন বঙ্গবন্ধুকন্যা। এর পর তাঁকে শপথ পড়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন চুপ্পু। বোনকে চুমু খেয়ে শপথ পড়তে ওঠেন শেখ হাসিনা। ৭৮ বছরের প্রধানমন্ত্রীকে এভাবে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন রেহানাও। আসলে হাসিনা-রেহানার এই সম্পর্ক চিরকালই এমন মধুর। ১৯৭৫ সালে বাবা মুজিবুর রহমানকে যখন বাংলাদেশে খুন করা হয়, সেসময় তাঁরা দুই বোন ছিলেন জার্মানিতে। রেহানা তখন ১৪-১৫ বছরের কিশোরী। দিদি হাসিনাই আগলে রেখেছিলেন বোনকে। আর এখন রেহানা তাঁর সর্বক্ষণের সঙ্গী।

Advertisement

[আরও পড়ুন: রাহাকে নিয়ে ‘দিদা-ঠাকুমা’ সোনি-নীতুর নিত্য ঝগড়া! এক বছরেই ভাট-কাপুরদের অশান্তি তুঙ্গে?]

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ ও মন্ত্রিসভা গঠনের পর আগামী শনিবার নিজেক পৈতৃক ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জ যাবেন আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনা। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। রাতে গোপালগঞ্জে থেকে পরদিন রবিবার ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: পিকনিকে গিয়ে নিখোঁজ! ২ দিন পর জঙ্গলে মিলল তরুণীর অর্ধনগ্ন দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ