সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ফের সম্পূর্ণ বিদ্যুৎ কিনতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ২০১৭ সালের এক চুক্তি অনুসারে ঝাড়খণ্ডের গোড্ডায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে আদানি গোষ্ঠী। সেখানে দু’টি ইউনিট রয়েছে। এক একটি ইউনিটের ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে। বিদ্যুতের বকেয়া বিলের সমস্যার মাঝে শীতের মরশুমে চাহিদা কম থাকার কারণে আদানি গোষ্ঠীর থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে আনে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ থেকে আদানি গোষ্ঠীকে পুনরায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার জন্য বলা হয়েছে।
হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের উপদেষ্টা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন ইউনুস। তাঁর নেতৃত্বে মৌলবাদের দাপাদাপি ব্যাপক বেড়েছে বাংলাদেশের মাটিতে। ভারতের সঙ্গেও তৈরি হয়েছে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন। সেই পরিস্থিতিতেই বাংলাদেশের কাছে বকেয়া ৮০ কোটি ডলার মেটানোর হুঁশিয়ারি দিয়েছিল আদানি গোষ্ঠী। বকেয়া বিতর্কের জেরে চাপের মুখে আদানির থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয় প্রতিবেশী রাষ্ট্র। তাদের যুক্তি ছিল, বকেয়া বিতর্কের আবহে এবার আদানির থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী রাষ্ট্র। আসলে দেনা আর বাড়াতে চাইছিল না ইউনুস সরকার। ১ নভেম্বর থেকে একটি ইউনিট বন্ধ রাখা হয় গোড্ডায়।
তবে গ্রীষ্মকালে বিদ্যুতের ঘাটতি মেটাতে ফের আদানি গোষ্ঠীর দ্বারস্থ হল ইউনুস সরকার। গরমের সময়ে বিদ্যুতের চাহিদা শীতের তুলনায় বেশী থাকে। এই পরিস্থিতিতে গোড্ডায় আদানিদের তাপবিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিট অর্থাৎ পুনরায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ চায় ঢাকা। তা না হলে অন্ধকারে ডুবতে পারে গোটা বাংলাদেশ। আর্থিক অনটনের মাঝেও দেশের দুর্দশা সামলাতে এবার আদানিদের দ্বারস্থ হল ইউনুস প্রশাসন।
উল্লেখ্য, আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে বিমস্টেকের (বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কো-অপারেশন) পরবর্তী সম্মেলন। বিমস্টেকের সদস্য দেশগুলির মধ্যে আছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ওই সম্মেলনে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা যথাক্রমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের। ফলে দুই প্রতিবেশী প্রধানের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.