Advertisement
Advertisement
Rohingya

সৌদির ডাকে সাড়া, প্রবাসী ৬৯ হাজার ‘রোহিঙ্গা’র হাতে পাসপোর্ট দিচ্ছে ঢাকা

এ বিষয়ে কঠোর গোপনীয়তার নীতি অবলম্বন করছে সরকার।

Bangladesh to issue passports for 69 thousands Rohingyas accepting Saudi Arab's appeal | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 16, 2023 8:46 pm
  • Updated:July 16, 2023 8:46 pm

সুকুমার সরকার, ঢাকা: সৌদি সরকারের চাপে পড়ে সৌদি প্রবাসী ৬৯ হাজার ‘রোহিঙ্গা’র (Rohingya) হাতে বাংলাদেশি পাসপোর্ট তুলে দিচ্ছে হাসিনা সরকার। এ নিয়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। তবে প্রবাসী রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি (Bangladeshi) পাসপোর্ট তুলে দেওয়ার আগে বিষয়টি নিয়ে আরও যাচাই-বাছাইয়ে মত দিয়েছে সংশ্লিষ্ট মহল। তবে এ বিষয়ে কঠোর গোপনীয়তার নীতি অবলম্বন করছেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আধিকারিকরা।

২০১৭ সালে মায়ানমারের (Myanmar) সেনা অভিযানের মুখে সাত লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তারও আগে বাংলাদেশে এসেছিল চার লক্ষ রোহিঙ্গা। নতুন শিশু জন্ম নিয়েছে দেড় লক্ষেরও বেশি। এনিয়ে বাংলাদেশে এখন রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লক্ষ। এদের মাঝে রোহিঙ্গা পরিচয় নিয়ে কিছু সন্ত্রাসবাদীও বাংলাদেশে এসে ঘাঁটি গাড়ে। এরাই মূলতঃ কক্সবাজারের (Cox’s Bazar) রোহিঙ্গা ক্যাম্পগুলিতে খুন-ডাকাতি, যুবতী-তরুণীদের জোর করে ধরে নিয়ে হোটেলে দেহ ব্যবসার পাশাপাশি বিদেশেও পাচার করার মতো সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত। কিছু রোহিঙ্গা সুযোগ বুঝে বিভিন্ন দেশে পালিয়ে আশ্রয় নিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি সামলাতে সেচমন্ত্রীর নেতৃত্বে যাচ্ছে বিশেষ দল, জানালেন মুখ্যমন্ত্রী]

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহল বলছেন, এসব পাসপোর্ট কেমন হবে, কীভাবে দেওয়া হবে, ধরণ কেমন হবে, এ নিয়ে আরও বিস্তারিত যাচাই বাছাই করা হবে। ভবিষ্যতে যাতে তারা জাতীয় পরিচয়পত্র নিতে না পারে সেজন্য দেওয়া হবে পৃথক নিবন্ধন নম্বর। জাতীয় তথ্যভাণ্ডারে বায়োমেট্রিক সংরক্ষিত থাকবে। ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট (E-passport) না দিয়ে, দেওয়া হবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)। রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংবাদ মাধ্যমকে বলেন, ”তারা রোহিঙ্গা কিনা জানি না। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ওরা অনেক আগে সৌদি গিয়েছিল। তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এখন সৌদি সরকার চাপ দিচ্ছে পাসপোর্ট নবীকরণের জন্য। একটি টিম সৌদি গিয়েছে। এ ব্যাপারে তারা কাজ করছে।”

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আদানি গোষ্ঠীর, ঢাকায় গিয়ে হাসিনাকে ধন্যবাদ গৌতম আদানির]

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মার্চ মাসে ঢাকায় বিদেশ মন্ত্রকে কমিটির দশম সভায় সৌদিতে বসবাসরত বাংলাদেশি পাসপোর্টধারী প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবীকরণে নানা দিক নিয়ে আলোচনা হয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ