Advertisement
Advertisement
Bangladesh

তিন বছর ধরে গো-পালন, প্রধানমন্ত্রী হাসিনাকে সেই গরু উপহার বাংলাদেশের কৃষক দম্পতির!

উপহার পেয়ে আপ্লুত শেখ হাসিনা।

Bangladeshi couple sends special cow to PM Sheikh Hasina as gift ahead of Eid-al-Adha | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 10, 2023 3:53 pm
  • Updated:June 10, 2023 3:53 pm

সুকুমার সরকার, ঢাকা: দারিদ্র কখনও উপহার দেওয়ার পথে বাধা হতে পারে না। এমনকী তা যদি দেশের প্রধানমন্ত্রীও হন, তাহলেও সাধারণ কৃষক পরিবারের পক্ষ থেকে তাক লাগানো উপহার দেওয়া যেতেই পারে। সেটাই আরও একবার দেখিয়ে দিল বাংলাদেশের (Bangladesh) কৃষক দম্পতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (PM Sheikh Hasina)পাঠানো তাঁদের উপহার ভালবাসায় ভরা। তিন-তিনটে বছর ধরে যত্ন করে লালনপালনের পর তাঁরা নিজেদের গরুকে (Cow) উপহার হিসেবে তুলে দিয়েছেন হাসিনার হাতে, আসন্ন ইদ-উল-আজহার কোরবানির জন্য! আর সেই উপহার পেয়ে আপ্লুত হাসিনা।

জানা গিয়েছে, কিশোরগঞ্জের এক সাধারণ কৃষক দম্পতি বুলবুল আহমেদ ও ইশরাত জাহান। বুলবুল জানান, ২০২০ সালে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য তিনি নেত্রকোনা জেলা থেকে আড়াই লক্ষ টাকায় গরুটি কিনেছিলেন। কেনার পর তিনি কিশোরগঞ্জ জেলার বিখ্যাত পাগলা মসজিদে ৫ হাজার টাকা দান করার মানতও করেন, যাতে তাঁর গরু সুস্থ থাকে। তাঁরা গত তিন বছর ধরে লালনপালন করেছে ক্রস ব্রাহ্মা জাতের ওই গরুটিকে। তাকে জবাই করলে ৮০০ কেজি মাংস পাওয়া যাবে বলে জানান বুলবুল ও তাঁর স্ত্রী। তিনি আরও বলেন, ”প্রধানমন্ত্রীর প্রতি অনুরাগ ও ভালবাসা থেকেই আমরা এই গরুটি কিনে লালনপালন করেছি।”

Advertisement

[আরও পড়ুন: ‘মাথা কেটে ফুটবল খেলব’, পঞ্চায়েত ভোটের আবহে কাকদ্বীপে বিজেপি প্রার্থীকে হুমকি ঘিরে চাঞ্চল্য]

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন তাঁকে এই গরু পালনের কথা জানান। এই বার্তা শুনে প্রধানমন্ত্রী অভিভূত হন এবং উপহার (Gift) হিসেবে গরুটি গ্রহণ করতে রাজি হন। বুলবুল আহমেদ জানান, তিনি ও তাঁর স্ত্রী ইশরাত জাহান ‌‘আমার বাড়ি আমার খামার প্রকল্প’ থেকে ঋণ নিয়ে স্বল্প সঞ্চয় থেকে প্রধানমন্ত্রীর জন্য এই গরুটি কিনেছিলেন। আওয়ামি লিগ (Awami League) সরকারই এই প্রকল্পটি চালু করে। গত তিন বছর ধরে তারা অতি উৎসাহী হয়ে গরুটির যত্ন নেন।

Advertisement

[আরও পড়ুন: ‘বাবর, ঔরঙ্গজেবদের মতো হানাদার নন, গডসে ভারতের সুপুত্র’, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক]

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছে এই গরুটি বুলবুল আহমেদের বাড়িতে থাকবে এবং কোরবানি হবে ইদ-উল-আজহায়। তুষার আরও জানান, শেখ হাসিনা তাঁকে (বুলবুল) কোরবানির গরুর মাংস স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণের অনুরোধ করেন। প্রধানমন্ত্রী এই বিরল ভালবাসার জন্য খুশি হয়েছেন এবং কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের বাসিন্দা কৃষক দম্পতি-বুলবুল আহমেদ এবং তার স্ত্রী ইশরাত জাহানকে ধন্যবাদ জানান। তিনি গরু উপহার হিসেবে গ্রহণ করতে রাজি হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান বুলবুল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ