Advertisement
Advertisement
শেখ হাসিনা

শেখ হাসিনাকে খুনের হুমকি, মামলা দায়ের খালেদাপুত্র তারেকের বিরুদ্ধে

বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে বিএনপির অন্দরমহলে।

Case submit against tarique rahman for plot to kill Sheikh Hasina

তারেক রহমান

Published by: Soumya Mukherjee
  • Posted:January 2, 2020 8:16 pm
  • Updated:January 2, 2020 8:16 pm

সুকুমার সরকার, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান-সহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হল। BNP’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদার পুত্রের বিরুদ্ধে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের হয়।

আদালত সূত্রে জানা গিয়েছে, আজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের এজলাসে মামলাটি দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকি। তারেক রহমান ছাড়া এই মামলার অন্য আসামিরা হলেন, ঢাকা মহানগর উত্তর কমিটির ভাইস চেয়ারম্যান রবিউল আউয়াল সোহেল, জামাত নেতা মহম্মদ আফজাল হোসেন, মহম্মদ মুজিবুর রহমান, মহম্মদ আবদুল করিম, হাফেজ মহম্মদ দিদারুল ইসলাম, মহম্মদ জাকির হোসেন, মহম্মদ আবদুল হালিম, মহম্মদ সাদ্দাম হোসেন, আবদুল্লাহ ও মহম্মদ মজিবুর রহমান শেকু। মামলাকারীর বক্তব্য শোনার পরে জমা দেওয়া নথি পর্যালোচনা করবেন। তারপরই এই বিষয়ে পরবর্তী নির্দেশ দেবেন বলে জানিয়েছেন বিচারক।

Advertisement

[আরও পড়ুন: গোরস্থান থেকে গায়েব হয়ে যাচ্ছে কঙ্কাল, রহস্যের সমাধানে নাজেহাল পুলিশ]

 

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ২৭ ডিসেম্বর এই মামলার আসামিরা এবি সিদ্দিকির বাড়ির ঠিকানা জানতে মিরপুর ১ নম্বর এলাকায় অবস্থিত মুক্তিপ্লাজার অফিসে যায়। সেখানে তখন হাজির ছিলেন না জননেত্রী পরিষদের সভাপতি। তাই অফিসে থাকা কর্মচারীদের কাছে তাঁর বাসার ঠিকানা চায়। খালেদা জিয়া-সহ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে যত মামলা আছে আগামী এক সপ্তাহের মধ্যে সেগুলি তুলে নিতে হবে বলে দাবি করে। অন্যথায় বোমা মেরে এবি সিদ্দিকির বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপরই আদালতের দ্বারস্থ হন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি। অভিযোগ জানান, ওই দুষ্কৃতীরা সবাই তারেকের গুন্ডা। তার নির্দেশেই শেখ হাসিনাকে খুনের চক্রান্ত করছে। অবিলম্বে এদের গ্রেপ্তার করা হোক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ