BREAKING NEWS

১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

TikTok ভিডিও তৈরি নিয়ে দু’পক্ষের ব্যাপক সংঘর্ষে মৃত ১, উত্তপ্ত বাংলাদেশের শ্রীহট্ট

Published by: Tiyasha Sarkar |    Posted: March 2, 2023 4:22 pm|    Updated: March 2, 2023 4:22 pm

Clash broke out between two group in Bangaladesh, one person died | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

সুকুমার সরকার, ঢাকা: টিকটকে (TikTok) ভিডিও করা নিয়ে অশান্তি। বাংলাদেশের (Bangladesh) শ্রীহট্টের ছাতকে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে মৃত্যু হল একজনের। জখম হয়েছেন শতাধিক মানুষ। শহরের ভাসখালা ও কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষে ঘটে। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও থমথমে এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরমা নদীর ওপর নির্মিত সেতুতে তরুণ-তরুণীরা টিকটক ভিডিও করছিলেন। অভিযোগ, সেই সময় বাধা দেন ভাসখালা গ্রামের আহাদ মিয়ার পুত্র রাজ্জাক, আহমদ আলির পুত্র মান্না-সহ তাদের সহযোগীরা। এ নিয়ে মুক্তিরগাঁও গ্রামের আবদুস সোবহানের পুত্র মামুনের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে শুরু হয় হাতাহাতি। একপর্যায়ে মামুনকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। এরপরই দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় চার ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ হয়। জখম হন শতাধিক মানুষ।

[আরও পড়ুন: সাগরদিঘিতে ধাক্কা তৃণমূলের, উপনির্বাচনে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস]

সংঘর্ষের জেরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছাতক ও দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে। তবে হামলায় জখম ১ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় মোতায়েন পুলিশ। ছাতক সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, এই ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে।

[আরও পড়ুন: ট্রেন আসতে দেখেও সন্তানকে নিয়ে সরলেন না মহিলা, নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা? উঠছে প্রশ্ন]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে