Advertisement
Advertisement

Breaking News

বাংলাদেশে কয়লা দুর্নীতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ক্ষুব্ধ হাসিনার 

ঘটনার জেরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে৷

Coal scam in Bangladesh , PM Hasina orders probe
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2018 5:17 pm
  • Updated:July 24, 2018 5:44 pm

সুকুমার সরকার, ঢাকা: ভারতে জাতীয় রাজনীতিতে তুফান তৈরি করেছিল কয়লা দুর্নীতি৷ এবার বাংলাদেশেও প্রকাশ্যে এল এমনই এক চাঞ্চল্যকর কাণ্ড৷ উত্তরের জেলা দিনাজপুরের কয়লা খনি থেকে উধাও সোয়া লক্ষ টন কয়লা৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল জল্পনা৷ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

[গণপিটুনি ইস্যুতে সংসদে ধরনা তৃণমূলের, মমতার বিরুদ্ধে পালটা বিক্ষোভ সিপিএমের]

Advertisement

বাংলাদেশের একমাত্র সক্রিয় কয়লাখনি রয়েছে দিনাজপুর জেলায়৷ খনিটির মালিকানা রয়েছে সরকার নিয়ন্ত্রিত ‘বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি’-র হাতে৷ এখান থেকেই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা জোগান দেওয়া হয়৷ অভিযোগ, লোপাট হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য বরাদ্দ প্রায় সোয়া লক্ষ টন কয়লা৷ কোল ইয়ার্ড থেকেই তা পাচার করা হয়েছে৷ এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন৷ অভিযোগ উঠছে শাসকদলের একাংশের বিরুদ্ধে৷ এই ঘটনায় প্রবল ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি৷ দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷

Advertisement

ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন৷ সোমবার খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এই কথা জানান৷ এই দুর্নীতিতে অভিযোগের তীর উঠেছে কোল মাইনিং কোম্পানির পরিচালক হাবিবউদ্দিন আহমেদ-সহ একাধিক আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ, ১ লক্ষ ১৬ হাজার টন কয়লা খোলা বাজারে বিক্রি করে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্তরা৷ এই ঘটনার জেরে রবিবার রাত থেকেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে৷ ৫২৫ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রে উৎপাদন বন্ধ থাকায় রংপুর বিভাগের আট জেলায় বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে৷ তবে বিকল্প পথ খুঁজছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, উত্তরাঞ্চলে বৃহত্তর রংপুর ও রংপুর সদর অঞ্চলে বিদ্যুতের অবস্থা স্বাভাবিক হতে আরও মাসখানেক সময় লাগবে।                   

[হোয়াটসঅ্যাপেই জানা যাবে লাইভ আপডেট, নয়া পরিষেবা ভারতীয় রেলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ