Advertisement
Advertisement
Air Pollution

বায়ুদূষণের নিরিখে দিল্লিকে টপকাল ঢাকা, ভয় ধরাচ্ছে বাতাসের বিষ!

দূষণের তালিকায় ঢাকা ও দিল্লির পরে রয়েছে কলকাতা, লাহোর ও করাচি।

Dhaka air once again world's most polluted। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 22, 2023 3:47 pm
  • Updated:November 22, 2023 3:47 pm  

সুকুমার সরকার, ঢাকা: নভেম্বরের শুরু থেকে দূষণের সমস্যায় জেরবার দিল্লি। এবার দূষণের অন্ধকারে ঢেকেছে বাংলাদেশের আকাশও। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) মোতাবেক রাজধানী ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’। আজ বুধবার সকালে ২৪৫ একিউআই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার স্থান ছিল প্রথম। 

বলে রাখা ভালো, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসাবে ধরা হয়। এদিকে ২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআই স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। বাংলাদেশে (Bangladesh) একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)। বেশ কয়েকমাস ধরেই বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর ফলে বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নতি হয়। 

Advertisement

[আরও পড়ুন: শাকিবের পর মাশরাফি, আওয়ামি লিগের হয়ে ভোটের ২২ গজে বাংলাদেশি পেসার]

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হল- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লক্ষ মানুষের অকাল মৃত্যু ঘটে। বুধবার দূষিত শহরের বায়ুর তালিকায় ঢাকা ও দিল্লির পরে রয়েছে কলকাতা, লাহোর ও করাচি। এই তিন শহরের স্কোর যথাক্রমে ২১৬, ২০৫ ও ১৯৮।

[আরও পড়ুন: বিএনপি-জামাতের বিক্ষোভে উত্তপ্ত বাংলাদেশ, ককটেল বিস্ফোরণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement