Advertisement
Advertisement

Breaking News

Union Parishad

বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক, আওয়ামি প্রার্থীকে হারিয়ে নজির বৃহন্নলার

আওয়ামি প্রার্থীকে হারিয়ে উৎসাহে ফুটছেন নজরুল।

Eunuch beast Awami League candidate in Bangladesh civic polls | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:November 29, 2021 9:59 am
  • Updated:November 29, 2021 9:59 am

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের (Bangladesh) ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড় চমক। চেয়ারম্যান পদের লড়াইয়ে দেশের শাসকদল আওয়ামী লিগের প্রার্থীকে হারিয়ে নজির গড়লেন বৃহন্নলা নজরুল ইসলাম ওরফে ঋতু।

[আরও পড়ুন: পণ্য আমদানির আড়ালে সক্রিয় পাকিস্তানি জালনোট চক্র, ঢাকায় উদ্ধার সাড়ে ৭ কোটি টাকার নোট]

এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বেশ কয়েকটি আসনে আওয়ামি লিগের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী এবং নির্দোল প্রার্থীরা। ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামি লিগ মনোনীত প্রার্থীকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন বৃহন্নলা নজরুল ইসলাম ওরফে ঋতু। তিনি নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম ওরফে ছানার চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

Advertisement

রবিবার ত্রিলোচনপুর ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচনের রিটার্নিং আধিকারিক মধুসুধন দত্ত জানান, নির্বাচনে ন’টি ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু আনারস প্রতীকে ৯ হাজার ৫৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম ছানা পান ৪ হাজার ৫২৯ ভোট। ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৬০০ জন।

Advertisement

আওয়ামি প্রার্থীকে হারিয়ে উৎসাহে ফুটছেন নজরুল। তাঁর কথায়, “সত্যি কথা বলতে, নির্বাচন কী, তা বুঝিনি। এলাকার মানুষ আমাকে ভালবেসে ভোটে দাঁড় করিয়েছে। আমার পরিবারের সবাই আওয়ামি লিগ করে। সক্রিয়ভাবে আমি কখনও রাজনীতি করিনি। ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান হয়েছি। এখন জীবনের বাকি সময় নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চাই।”

অন্যদিকে, খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারাগারে থেকেও বিজয়ী হয়েছেন নির্দোল প্রার্থী এস এম দ্বীন ইসলাম। তিনি জোড়া খুনের মামলায় দীর্ঘদিন ধরে খুলনা জেলা কারাগারে রয়েছেন। গত বছর নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার টিকেট না পাওয়ায় নির্দল হয়ে লড়াইয়ে নামেন তিনি। তিনি নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে ২ হাজার ৪০০ বেশি ভোট পেয়েছেন।

[আরও পড়ুন: নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই, বাংলাদেশে নিহত ২ কুখ্যাত রোহিঙ্গা ডাকাত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ