Advertisement
Advertisement

Breaking News

Five hundreds shops gutted in market fire in Bangladesh

ঢাকায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ৫০০টি দোকান

কর্মহীন ২ হাজারেরও বেশি।

Five hundreds shops gutted in market fire in Bangladesh । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 14, 2023 3:22 pm
  • Updated:September 14, 2023 3:22 pm

সুকুমার সরকার, ঢাকা: ঢাকায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই অন্তত পাঁচশোটি দোকান। কর্মহীন ২ হাজারেরও বেশি। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ রাজধানী ঢাকার মহম্মদপুরের কৃষি মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে একে একে দমকলের ১৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে জলের সমস্যায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। ২০টি সোনার দোকান-সহ পাঁচশোটি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০-২৫০ কোটি টাকা। আগুনের তীব্রতা কিছুটা কমলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ঢাকার মহম্মদপুরের কৃষি মার্কেটে সবজি দোকানের পাশাপাশি জুতো, গয়নাগাটির দোকান রয়েছে। দমকল অধিদপ্তরের পরিচালক (অপারেশনস এন্ড মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ তাজুল ইসলাম বলেন, “মহম্মদপুর কৃষি মার্কেটে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। শুধু তাই নয়, মার্কেটে নিরাপত্তারক্ষীদেরও খুঁজে পাওয়া যায়নি। তালা ও গেট ভেঙে ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।”

Advertisement

[আরও পড়ুন: স্বপ্ন-শেষে নবজোয়ার! পুরনোদের ছেঁটে নতুন অ্যান্টি র‍্যাগিং কমিটি যাদবপুরে]

তাঁর আরও দাবি, বারবার নোটিস দেওয়া সত্ত্বেও ওই মার্কেটে অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নতিতে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ২০টি সোনার দোকান-সহ পাঁচশোটি পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০-২৫০ কোটি টাকা। তার ফলে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা।

Advertisement

[আরও পড়ুন: ‘আত্মবলিদান কখনও ভোলার নয়’, অনন্তনাগে শহিদদের প্রতি শোকজ্ঞাপন মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ