ফাইল ছবি।
সুকুমার সরকার, ঢাকা: স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই গ্রাস করেছিল মানসিক অবসাদ! এবার বন্ধুর বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা বাংলাদেশের অভিনেতা তথা ইনফ্লুয়েন্সার হিরো আলম। যদিও বন্ধু তাঁকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে চিকিৎসা চলছে তাঁর।
একাধিক কারণে বারবার শিরোনামে উঠে আসেন বাংলাদেশের অভিনেতা তথা ইনফ্লুয়েন্সার হিরো আলম। সম্প্রতি তাঁর ডিভোর্সের মামলা ও বিদেশি প্রেমিকাকে নিয়ে চরমে উঠেছিল চর্চা। এসবের মাঝেই বৃহস্পতিবার রাতে যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে বন্ধু তথা নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়ি গিয়েছিলেন হিরো আলম। রাতে দুইবন্ধুর মধ্যে দীর্ঘ আলোচনা হয়। বিষয় ছিলেন হিরো আলমের স্ত্রী রিয়ামণি। এরপর ঘুমিয়ে পড়েন দুজনই। শুক্রবার বেলা গড়িয়ে গেলেও ঘুম থেকে ওঠেননি অভিনেতা। তাতে সন্দেহ হয় জাহিদের। এরপর হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ দেখেন তিনি। তড়িঘড়ি জাহিদ হাসান হিরো আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানেই চলছে চিকিৎসা। জাহিদ হাসান সাগর বলেন, “দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিরো আলম রাতে রিয়ামণিকে নিয়ে অত্যন্ত হতাশ। একদিকে বিচ্ছেদের যন্ত্রণা, অন্যদিকে লাগাতার কটাক্ষ, বিপর্যস্ত আমার বন্ধু।” ধুনট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান বলেন, “ঘুমের ওষুধ সেবন করে হিরো আলম অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে হিরো আলম বিপন্মুক্ত। ভয়ের কিছু নেই।” উল্লেখ্য, কিছুদিন আগেই ১২ লাখ টাকা দাবি করে হিরো আলমের বিরুদ্ধে মামলা করেন প্রাক্তন স্ত্রী রিয়ামণি!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.