BREAKING NEWS

১২ আশ্বিন  ১৪৩০  শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

ফের হামলার হুঁশিয়ারি, বাংলায় নয়া ‘আমির’ নিয়োগ আইএসের

Published by: Tanujit Das |    Posted: May 1, 2019 9:03 pm|    Updated: May 1, 2019 9:03 pm

ISIS appoints new emir in ‘Bengal’, issues threat for attckes

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই পোস্টার দিয়ে এরাজ্য এবং বাংলাদেশে হামলার হুঁশিয়ারি দিয়েছিল জঙ্গি সংগঠন আইএস৷ জানিয়েছিল, ‘‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ…’৷ এবার আরও একধাপ এগিয়ে তাদের সংগঠনের নয়া ‘আমির’ বা নেতা নিযুক্ত করল সন্ত্রাসবাদী সংগঠনটি৷আবু মহম্মদ আল বাঙালি নামের একজনকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নেতা নিযুক্ত করল আইএস৷ এবং আবারও বড়সড় হামলার হুঁশিয়ারি দিল সংগঠনটি৷

[ আরও পড়ুন: অনুব্রতর পালটা এবার অর্জুনকে ‘গৃহবন্দি’ করার দাবি তৃণমূলের]

এবার বাংলা, হিন্দি এবং ইংরেজিতে একটি পোস্টার প্রকাশ করেছে আইএস। যাতে লেখা রয়েছে, ‘‘যদি ভেবে থাকেন বাংলা আর হিন্দে খিলাফত সৈন্যদের চুপ করিয়ে দেওয়া গিয়েছে, তাহলে ভুল করবেন। এটা মনে রাখবেন যে, আমাদের সৈন্যদের চুপ করিয়ে রাখা যায় না… আমাদের প্রতিশোধের স্পৃহা কোনদিনও নিভবে না।’’ সাম্প্রতিক কালে আইএসের দ্বিতীয় এই হুমকিটি সামনে আসতেই নড়েচড়ে বসেছে বাংলাদেশ ও ভারতের গোয়েন্দারা৷ বিষয়টিকে মোটেই হালকা ভাবে নিচ্ছেন না তাঁরা৷ তাঁদের মতে, ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ…’ হুমকির পরই বাংলাদেশের গুলিস্তানে হামলা করেছে আইএস৷ একটি শপিং কমপ্লেক্সের সামনে পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ বিস্ফোরণে গুরুতর জখম হন তিন পুলিশ আধিকারিক৷ এবার এরচেয়েও আরও বড় কোনও নাশকতার পরিকল্পনা করছে জঙ্গি সংগঠনটি, এমনই মত গোয়েন্দাদের৷

[ আরও পড়ুন: নুসরত খুনের তদন্তে অবহেলা, ৪ পুলিশ আধিকারিককে শাস্তির সুপারিশ তদন্তকারীদের ]

এছাড়া প্রায় পাঁচ বছর পর ফের প্রকাশ্যে এসেছে ইসলামিক স্টেট প্রধান আবু-বকর আল বাগদাদি৷ সোমবার একটি ভিডিও প্রকাশ করে আইএস জঙ্গিগোষ্ঠী৷ মৃত্যুর জল্পনা উড়িয়ে সেখানেই দেখা মেলে ওই কুখ্যাত জঙ্গিনেতার৷ ভিডিওয় শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণের কথা উল্লেখ করেছে সে৷ বাগদাদি বলেছে, খিলাফতের উপর হামলার বদলা নিতেই শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ ভিডিওয় দেখা গিয়েছে, বেশ কয়েকজন জঙ্গির সঙ্গে বসে হাঁটু মুড়ে বসে রয়েছে বাগদাদি৷ তার পাশে রয়েছে একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল৷ দুটি হুমকি পোস্টারের পর এই ভিডিওই এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গোয়েন্দাদের৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে