Advertisement
Advertisement

Breaking News

বন্দি অবস্থায় পছন্দের চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন খালেদা

নির্দেশ আদালতের৷

Khaleda Ziya will get the prefereble doctor's advice in jail

ফাইল ফটো

Published by: Tanujit Das
  • Posted:October 4, 2018 8:37 pm
  • Updated:October 4, 2018 8:37 pm

সুকুমার সরকার, ঢাকা: জেলে থাকাকালীন নিজের পছন্দ মতো চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন বেগম খালেদা জিয়া৷ এমনই নির্দেশ দিল হাই কোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে বিদেশ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগে বর্তমানে কারাদণ্ডের সাজা ভোগ করছেন বিএনপি নেত্রী৷ জেলের মধ্যে প্রবল শারীরিক সমস্যায় ভুগছেন তিনি৷ এই রায় তাঁকে কিছুটা স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে৷

[ভক্তদের পুজোর শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের রোষে লিটন দাস]

Advertisement

বৃহস্পতিবার হাই কোর্ট নির্দেশ দিয়েছে, খালেদা জিয়ার জন্য গঠিত পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড পুনর্গঠিত করতে হবে৷ বোর্ডের অনুমতি সাপেক্ষে বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা যাবে। খালেদা জিয়া তাঁর পছন্দ মতো ফিজিওথেরাপিস্ট, গাইনোলজিস্ট ও টেকনিশিয়ানের পরামর্শ নিতে পারবেন৷ পাশাপাশি বলা হয়েছে, খালেদা জিয়াকে দ্রুত হাসপাতালে ভরতি করতে হবে এবং দ্রুত তাঁর চিকিৎসা শুরু করতে হবে। জানা গিয়েছে, হাই কোর্টের আদেশ অনুযায়ী মেডিক্যাল বোর্ডে থাকবেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী, ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ৷ তবে বোর্ড থেকে বাদ পরছেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক আবু জাফর চৌধুরী এবং চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা আলী৷ তাঁদের বদলে নতুন তিনজনকে বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করে দেবে সরকার। তবে এই তিনজনের কেউই বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাবের বর্তমান বা প্রাক্তন সদস্য হতে পারবেন না।

[পুজোয় অশান্তি রুখতে বাংলাদেশ পুলিশের কড়া নিরাপত্তার আশ্বাস]

বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই নির্দেশ দেন। গত ৮ ফেব্রুয়ারিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত৷ হাসপাতালের ব্যবস্থা করা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ বোর্ড গঠনের দাবি চেয়ে আদালতের কাছে আপিল করেন খালেদা জিয়া৷ আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয়৷ বৃহস্পতিবার এই মামলারই রায় দিল আদালত৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement