Advertisement
Advertisement

Breaking News

Man gifts oil to a newly wed couple in Bangladesh

মূল্যবৃদ্ধির প্রতিবাদ, নবদম্পতিকে ভোজ্য তেল উপহার যুবকের

এর আগে পিঁয়াজ উপহার দিতেও দেখা গিয়েছে অনেককেই।

Man gifts oil to a newly wed couple in Bangladesh । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 13, 2022 4:59 pm
  • Updated:March 13, 2022 4:59 pm

সুকুমার সরকার, ঢাকা: বিয়েবাড়ি বলে কথা। নিমন্ত্রণ বাড়িতে তো আর খালি হাতে যাওয়া যায় না। তাই তো উপহার হাতেই হাজির হন প্রায় সকলে। সাধারণত কোনও ঘর সাজানোর সামগ্রী, শাড়ি, গয়নাগাটি-এসবই উপহার হিসাবে দেওয়া হয়।

চেনা গতে হাঁটলেন না মুরাদ মৃধা নামে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাসিন্দা এক ব্যক্তি। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মহম্মদ মোস্তফা আলম সোহাগের বিয়ের অনুষ্ঠানে ৫ লিটার ভোজ্য তেল উপহার দিলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: উপনির্বাচনে আসানসোলে তৃণমূলের টিকিটে লড়বেন শত্রুঘ্ন সিনহা, বালিগঞ্জের প্রার্থী বাবুল]

বাংলাদেশে বর্তমানে ভোজ্য তেল ২০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। মুরাদ মৃধা একটি জাতীয় দৈনিকের নাসিরনগর উপজেলা প্রতিনিধি। তার বাড়ি উপজেলার সদরে। জানান, “দেশে যে হারে ভোজ্য তেলের দাম বেড়েছে তাতে সাধারণ মানুষ আর্থিক সংকটে পড়েছেন। উপহার হিসেবে ভোজ্য তেল দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এছাড়া তেলের দাম বৃদ্ধি একটি মৌন প্রতিবাদ।”

Advertisement

উল্লেখ্য, গত শুক্রবার মহম্মদ মোস্তফা আলম সোহাগের বিয়ের অনুষ্ঠান ছিল। ঘোড়ায় চড়ে তিনি বিয়ে করতে যান। নববধূ এই উপহার পেয়ে অবাক। বরের বড় ভাই সোহরাব শান্ত বলেন, “আমাদের পারিবারিক কোনও অনুষ্ঠানে উপহার নেওয়া হয় না। তবে মুরাদের ভোজ্য তেল উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ।” বছর দুই আগে বাংলাদেশে পিঁয়াজের চরম সংকট দেখা দেয়। প্রতি কিলো ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হয়। তখন অনেকেই নবদম্পতিকে পিঁয়াজের মালা উপহার দেন। ব্যতিক্রমী উপহারের তালিকায় এবার জুড়ল ভোজ্য তেলও।

[আরও পড়ুন: বইমেলায় একের পর এক পকেটমারি, পুলিশের জালে জনপ্রিয় অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ