Advertisement
Advertisement

Breaking News

Eid

খুশির ইদে স্ত্রীর মুখে মাংস তুলে দিতে পারেননি, দুঃখে ‘আত্মহত্যা’ যুবকের

ইদের দিন সকালে ঘটনাটি ঘটে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে।

Man killed himself for not buying meat for his wife on Eid

প্রতীকী ছবি।

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 13, 2024 5:45 pm
  • Updated:April 13, 2024 5:45 pm

সুকুমার সরকার, ঢাকা: ইদ মানেই খুশির দিন। নতুন জামা-কাপড়, জমিয়ে খাওয়া-দাওয়া। এইভাবেই উৎসব উদযাপন করতে চান সকলে। ঠিক যেমনটা চেয়েছিলেন জামালপুরের হাসান আলি। খুব সখ ছিল স্ত্রীকে ইদের দিন ভালোবেসে মাংস খাওয়াবেন। কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর জন্য মাংস আনতে পারেননি হাসান। সেই আক্ষেপ ও দুঃখ থেকেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বছর পঁচিশের ওই যুবক!

শুক্রবার ইদের দিন সকালে ঘটনাটি ঘটে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে। স্থানীয় সূত্রে খবর, হাসান আলি বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। পরেরদিন সকালে তাঁর শ্বশুরবাড়ি থেকে স্ত্রী আফরোজা বেগমকে নিজ বাড়িতে আনার কথা ছিল হাসানের। কিন্তু শুক্রবার সকাল ১১টা বেজে গেলেও হাসান স্ত্রীকে আনতে যাননি। সন্দেহ হওয়ায় আফরোজা পাশের গ্রাম জোলা পাড়া থেকে স্বামীর বাড়িতে চলে আসেন। সেখানে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। এদিক-ওদিক দেখার পর ঘরের বেড়ার ফাঁক দিয়ে হাসানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। চিৎকার করলে ছুটে আসেন আশপাশের প্রতিবেশিরা।

Advertisement

[আরও পড়ুন: ‘শেখ হাসিনা সরকার অবৈধ’, পিনাকরঞ্জনের সঙ্গে লর্ড ক্লাইভের তুলনা বিএনপি নেতা রিজভির!]

এর পর খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘরের দরজা ভেঙে হাসানের দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই ঘরে দেহের পাশ থেকেই একটি চিরকুট মিলেছিল। ওই চিরকুটে হাসান তার স্ত্রীকে অনেক ভালোবাসেন এবং তাঁকে দেখে রাখার জন্য নিজ বাবা-মাকে অনুরোধ জানিয়েছিলেন। পাশাপাশি বিশেষ এই দিনটিতে স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় তিনি আত্মহত্যা করেছেন বলেও উল্লেখ করেন। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকখুশির ইদে স্ত্রীর মুখে মাংস তুলে দিতে পারেননি, দুঃখে আত্মহত্যা যুবকের!র্তা (ওসি) মহম্মদ আবদুল আহাদ খান জানান, পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে দেহ কবর দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ইদের আনন্দ বদলে গেল বিষাদে, দুই লঞ্চের সংঘর্ষে ঢাকায় শিশু-সহ মৃত ১১]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ