Advertisement
Advertisement

এবার দার্জিলিং থেকেই ট্রেনে চেপে বাংলাদেশ, উদ্যোগ মোদি-হাসিনার

ভারত-পাকিস্তান যুদ্ধের পর এ রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Now Rail route to connect Darjeeling with Bangladesh
Published by: Monishankar Choudhury
  • Posted:September 18, 2018 5:19 pm
  • Updated:September 18, 2018 5:19 pm

সুকুমার সরকার, ঢাকা: এবার বাংলাদেশের সঙ্গে সরাসরি রেলপথে জুড়তে চলেছে দার্জিলিং। উদ্যোগের নেপথ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী মোদি। দুই রাষ্ট্রনেতার যৌথ উদ্যোগে বাংলাদেশের চিলাহাটি-হলদিবাড়ির সঙ্গে ভারতের শিলিগুড়ি-দার্জিলিংয়ে রেলরুট।

[‘বারবারোসা’ থেকে শিক্ষা, গোপনে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে ভারত]

Advertisement

বাংলাদেশের প্ল্যানিং কমিশন সূত্রে খবর, সমস্ত পুরনো রেল লিংক পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। এর অংশ হিসেবে দার্জিলিংয়ের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে বাংলাদেশের চিলাহাটি ও হলদিবাড়ি সীমান্তের মধ্যে রেললাইন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হবে। এই প্রকল্পে মোট ব্যয় হবে ৭৮ কোটি ১৩ লক্ষ টাকা। ২০১৯-এর জুনের মধ্যেই রেলপথটি নির্মাণ করা হবে। ইন্টারচেঞ্জ পয়েন্ট চালুর লক্ষ্যে বাংলাদেশের চিলাহাটি অংশে ৭ কিলোমিটার ও হলদিবাড়ি অংশে ৩ কিলোমিটার রেলপথ ফের নির্মাণ করা হবে। মোট ১০ কিলোমিটার রেলপথ নির্মাণ করলেই দু’দেশের মধ্যে এই করিডরে রেল যোগাযোগ পুনঃস্থাপিত হবে। এর ফলে খুলনার মোংলা বন্দর ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে আমদানি-রপ্তানি বৃদ্ধি পাবে।

Advertisement

উল্লেখ্য, প্রায় পাঁচ দশক আগে বাংলাদেশ থেকে সরাসরি ট্রেনে চেপে যাওয়া যেত দার্জিলিং। তখন এই রুট দুই বাংলার অর্থনৈতিক যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল। তবে ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর এ রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কালের নিয়মে গুরুত্ব হারায় করিডরটি। প্রসঙ্গত, সদ্য  ‘ইন্দো-বাংলা মৈত্রী পাইপলাইন’ প্রকল্পের ঘোষণা করেছে দুই বন্ধু দেশ। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যেই পাইপলাইনের কাজ সম্পূর্ণ হবে বলে জানা গিয়েছে।   

[বাজার ছেয়েছে নকল জামদানিতে, মার খাচ্ছেন বাংলাদেশের কারিগররা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ