Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

এপ্রিলে ভোট ঘোষণা ‘এপ্রিল ফুল’! ইউনুসের সিদ্ধান্তে তীব্র বিরোধিতা বাংলাদেশের ১২ দলের

ইউনুসের এপ্রিলে ভোট ঘোষণার পর থেকেই বিরোধিতা বিএনপির।

Oppositions in Bangladesh say that Muhammad Yunus to make them 'Arpril Fool' after announcing election in April next year
Published by: Sucheta Sengupta
  • Posted:June 7, 2025 8:57 pm
  • Updated:June 7, 2025 8:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর নয়, সমস্ত রাজনৈতিক দলের আবেদন উড়িয়ে ২০২৬ সালের এপ্রিলে ভোট ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বকরি ইদের সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করতেই দেশে ফের রাজনৈতিক উত্তাপের পারদ চড়তে শুরু করেছে। বিরোধী দলগুলি, বিশেষত বিএনপি এনিয়ে তীব্র প্রতিবাদ শুরু করেছে। ডিসেম্বরেই নির্বাচন চাই, উঠেছে এই দাবি। এই পরিস্থিতিতে শনিবার, ১২ বিরোধী জোটের নেতাদের সাফ দাবি, এপ্রিলে ভোট ঘোষণা করে ‘এপ্রিল ফুল’ বানাতে চান ইউনুস। তার এপ্রিল ফুলের শিকার হওয়ার জন্য ভোট চান না। দেশের গণতন্ত্র ফেরানোর স্বার্থেই নির্বাচনের দাবি উঠেছে।

শনিবার বাংলাদেশের ১২ দলীয় জোট একসঙ্গে বৈঠক হয়েছে। নেতাদের বক্তব্য, চলতি বছরের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলিই নির্বাচন চেয়েছে। তা না করে আগামী বছর এপ্রিলে নির্বাচন হওয়ার যে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা, তা ‘এপ্রিল ফুল’ হতে পারে। সেসময় স্কুল-কলেজে নানা পরীক্ষা থাকে, আবহাওয়াও নির্বাচনী পরিবেশের অনুকূল থাকে না। সুতরাং, রাজনৈতিক ও গণদাবি মেনে ডিসেম্বরেই নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনেরও উচিত, সেইমতো প্রস্তুতি নেওয়া।

বিবৃতিতে জোটের নেতারা আরও বলেন, ”এপ্রিলে নির্বাচন মানে রমজানের কিছুদিন পর। সুতরাং রমজানে নির্বাচনের কাজ করার সুযোগ নেই। আবহাওয়ার অবস্থাও থাকবে অনিশ্চিত। একদিকে কালবৈশাখী, আরেকদিকে চৈত্রের খরা। পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন – কাকে খুশি করার জন্য অধ্যাপক ইউনুস ডিসেম্বরের ডেডলাইন পার করে এপ্রিলে নির্বাচন করতে চাইছেন?” ডিসেম্বরে ভোট নিয়ে সবচেয়ে সরব খালেদা জিয়ার বিএনপি। ইতিমধ্যেই ইউনুসের উপর চাপ বাড়িয়ে পথে নেমেছেন বিএনপি নেতা-কর্মীরা। সবমিলিয়ে ভোটের ঘোষণা করেও দেশের অন্দরে রাজনৈতিক ‘বিদ্রোহ’ দমন করতে পারছেন না ইউনুস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement