সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসিনার পতন হতেই সচিবালয়ে ‘বিএনপিপন্থী’ আধিকারিকরা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। সূত্রের খবর, আওয়ামি জমানায় পদোন্নতি না হওয়া ২০ জন সহকারী সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁদের কয়েকজন গতকালই জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেছেন বলেও জানা গিয়েছে। তাঁরা এখন সচিবালয়ের বাইরে বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত। যদিও তাঁদের ব্যাচমেটরা কেউ এখন সচিব, কেউ অতিরিক্ত সচিব, কেউ যুগ্ম সচিব।
হাসিনার পতনের পরে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশে। অরাজক দেশে হিংসার বলি হয়েছেন অসংখ্য মানুষ। চলেছে লুঠতরাজ। এইসঙ্গে থমকে গিয়েছে প্রশাসনিক কার্যক্রম। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় এখনও স্বাভাবিক হয়নি। গত কয়েক দিন মন্ত্রণালয়ে উপস্থিতি খুবই কম। বিভিন্ন মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। তবে কর্মচারীদের উপস্থিতি তুলনামূলক ভালো ছিল। এর মধ্যেই পালাবদলের ইঙ্গিতও মিলছে।
এতদিন মন্ত্রণালয়ে যাঁরা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, সরকার পতনের পর থেকে আওয়ামি ঘনিষ্ট তাঁরা অফিসে আসছেন না। অন্যদিকে মন্ত্রণালয়ের রুটিন কাজ করতে বিএনপিপন্থী আধিকারিকাদের জনপ্রশাসনে দায়িত্ব দিয়ে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর বাইরেও বেশ কিছু কর্মকর্তার পদোন্নতির নোটিস জারি করা হয়েছে। এতদিন পদোন্নতি হয়নি এমন এক আধিকারিক বলেন, যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কিংবা বিভাগীয় মামলা রয়েছে, তাঁদের বাইরে অন্যদের পদোন্নতি পাবেন, জনপ্রশাসনসচিব তাঁদের আস্বস্ত করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.