BREAKING NEWS

১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

জন্মদিনের উৎসব ঘিরে বাংলাদেশের পৈতৃক ভিটেয় চলছে কবি সুকান্ত মেলা

Published by: Monishankar Choudhury |    Posted: March 4, 2023 10:39 am|    Updated: March 4, 2023 10:39 am

Thousands throng Kabi Sukanta Mela in Bangladesh | Sangbad Pratidin

সুকুমার সরকার, ঢাকা: দেশের দক্ষিণ জনপদ জেলা গোপালগঞ্জের কোটালিপাড়া থানার পৈতৃক ভিটেয় ব্যাপক উৎসব আমেজের চলছে পাঁচদিনব্যাপী কবি ‘সুকান্ত মেলা।’ এই মেলাকে ঘিরে নবরূপে সেজেছে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটা ও আশপাশের চত্বর।

বুধবার রাতে কোটালিপাড়া উপজেলার আমতলি ইউনিয়নের উনশিয়া গ্রামে প্রদীপ প্রজ্জ্বলন করে এই মেলার উদ্বোধন করেন জেলাশাসক কাজী মাহাবুবুল আলম। সংস্কৃতি বিষয়কমন্ত্রক ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের যৌথভাবে আয়োজিত মেলা শেষ হবে রবিবার। তরুণ ও বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই মেলায় কবি-সাহিত্যিক-সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান,গ্রামীন মেলা এবং সৃজনশীল স্টলের সমন্বয়ে জমজমাট।

[আরও পড়ুন: আরও বিপাকে আদানি গোষ্ঠী! বাংলাদেশে উঠছে বিদ্যুৎ চুক্তি বাতিলের দাবি]

কবি সুকান্ত স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অশোক কর্মকার বলেন, “কবি সুকান্ত ভট্টাচার্য্যর জন্মবার্ষিকী উপলক্ষে ১০ বছর ধরে কবির পৈতৃক ভিটেয় আমরা মেলা করে আসছি। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন ১৯২৬ সালের ১৫ আগস্ট। কিন্তু আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্য-সহ হত্যা করা হয়। তাই আমরা প্রতিবছর মার্চের প্রথম সপ্তাহে এই মেলার আয়োজন করে আসছি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা, দেলোয়ার হোসেন সরদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক, উদীচী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, কবি মিন্টু রায়।

[আরও পড়ুন: TikTok ভিডিও তৈরি নিয়ে দু’পক্ষের ব্যাপক সংঘর্ষে মৃত ১, উত্তপ্ত বাংলাদেশের শ্রীহট্ট]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে